নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১৪ সেপ্ঢেম্বর৷৷ রাজধানীর জয়নগর এলাকায় নিজ ঘর থেকে এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ
উদ্ধার হল৷ শোকাচ্ছন্ন এলাকা৷ তদন্তে পুলিশ৷ বুধবার সকালে রাজধানীর জয়নগরে এলাকার জনৈক দীলিপ চক্রবর্তীর বাড়ির ঘর থেকে তার ছেলে সৈকত চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ৷ এদিন সকালে বটতলা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে এসে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানান বটতলা ফাঁড়ির সেকেন্ড অফিসার৷ ঘটনায় গোটা জয়নগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ উল্লেখ্য নিহত সৈকত বিয়েথা করেনি৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷
2016-09-15

