এবার ইসলামিক স্টেটের রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করল মার্কিন বিমানবাহিনী

বাগদাদ ও ওয়াশিংটন, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : এবার ইসলামিক স্টেটের রাসায়নিক অস্ত্রভাণ্ডার ধ্বংস করল মার্কিন USAবিমানবাহিনী| ইরাকের মোসুল শহরের কাছেই ছিল এই অস্ত্রভাণ্ডার| এই রাসায়নিক অস্ত্রভাণ্ডারটি আগে ওষুধের কারখানা ছিল বলে জানা গিয়েছে| মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেফরি হ্যারিংটন জানান, অস্ত্রভাণ্ডার ধ্বংসের জন্য ১২টি বিমান ব্যবহার করা হয়েছে|
রাসায়নিক অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দেওয়ার তথ্য দিলেও আইএস জঙ্গিদের দখলে কী ধরণের রাসায়নিক অস্ত্র ছিল তা জানায়নি মার্কিন বিমান বাহিনী| অভিযোগ, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এ ধরণের রাসায়নিক অস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দখলে থাকা এলাকায় প্রযোগ করার নির্দেশ দিয়েছেন| সিরিয়া সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে| বিশেষ তদন্তে উঠে এসেছে, বিদ্রোহী গোষ্ঠীর এলাকায় সিরিয়ার বিমানবাহিনী সারিন গ্যাস ব্যবহার করেছে| এদিকে আইএসের রাজধানী হিসেবে পরিচিত কুখ্যাত রাক্কা শহর ঘিরে মার্কিন ও তুর্কি সেনার যৌথ অভিযান জারি রাক্কা পুনর্দখলের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহলও|