আকাল হোলি সিঙ্গুরে, উত্সবে মেতেছে আত্মীয়রাও

সিঙ্গুর, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : ৱুধবার সকাল থেকে সিঙ্গুরে উত্সবের মেজাজ| উত্সব শুধু দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারের মঞ্চে india_holiনয়| উত্সব সিঙ্গুরের প্রতিটি ঘরে ঘরে| সকাল থেকেই ধামসা আর মাদলের তালে অকাল হোলিতে মেতেছে সিঙ্গুরবাসী| সিঙ্গুরবাসীর পাশাপাশি এই উত্সবে শরিক তাঁদের আত্মীয়স্বজনরাও| যাঁরা দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন এই দিনটার জন্য| কেউ পুরুলিয়া থেকে, কেউ বাঁকুড়া থেকে| দুর্গাপুজোয় যেমন মানুষ কলকাতায় যায়, জগদ্ধাত্রী পুজোয় যেমন মানুষ চন্দননগরে যায় ঠিক তেমনই| সিঙ্গুরবাসীর কাছে তো এই পুজোর আগে এই পার্বণ তো কোনও দুর্গাপুজো বা জগদ্ধাত্রী পুজোর থেকে কম নয়! উত্সব যখন, তখন খাওয়াদাওয়া তো থাকবেই| সিঙ্গুরের প্রতিটি বাড়িতে তাই এদিন এলাহি রান্নাবান্নার আয়োজন| বাজেমেলিয়ার সাঁতরা পরিবারে সকাল থেকেই হেঁসেলে ঢুকে পড়েছেন বাড়ির মহিলারা| কেউ আনাজ কুটছেন| কেউ ব্যস্ত রান্নায়| বাড়ির সদস্যরা বললেন, মমতা কথা রেখেছেন| সিঙ্গুরে উত্সব শুরু| এ এক অন্য উত্সব|