পূজার চাঁদার জুলুম বরদাস্ত করা হবে না, আবারও সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ দুর্গাপূজার চাঁদা নিয়ে জুলুম বা কোন অভিযোগ যে বরাদস্ত করা হবে না তা photo-3আবারো জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ রবিবার আগরতলায় নেতাজি প্লে ফোরাম (সেন্টার) আয়োজিত রক্তদান শিবির ও পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রকারান্তরে পূজার চাঁদা নিয়ে জুলুমবাজী যে মানা হবে না শহরের ক্লাব ও পূজা উদ্যোক্তাদের সেই বার্তাই দিলেন৷
আগরতলার অন্যতম বনেদী ক্লাব নেতাজি প্লে ফোরাম (সেন্টার) এর উদ্যোগে রবিবার এক রক্তদান শিবির ও পাঠাগার উদ্বোধন করা হয়৷ এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এদিন পাঠাগার উদ্বোধন ও রক্তদান শিবিরের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সংস্থার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, একজন মানুষের ভাল বন্ধু, ভাল বই ছাড়া আর কেউ হতে পারে না৷ এই পাঠাগারে দেশ বিদেশের স্মরণীয় মনিষীদের জীবন কাহিনী সম্পর্কিত বই রাখার জন্য উদ্যোক্তাদের পরামর্শ দিয়েছেন৷ রক্তদান সম্পর্কে তিনি বলেন, রক্তদাতার সংখওা কম হোক, কিন্তু কাজটা মহৎ৷ এই কাজকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে৷ এদিন নেতাজি প্লে ফোরাম (সেন্টার) পূজার বাটেত ২০ লক্ষ টাকা শুনে চমকে উঠেন মুখ্যমন্ত্রী৷ চাঁদা নিয়ে মানুষের উপরযেন চাপ সৃষ্টি করা না হয় তার জন্য, উদ্যোক্তাদের বলেন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, চাঁদ সংগ্রহের উদ্যোগ যেন কোন অবস্থাতেই চাপ সৃষ্টির মত ঘটনা না হয়৷ কারণ এই ক্ষেত্রেচাপ সৃষ্টি হলে ক্লাব কর্তৃপক্ষের শুভ উদ্যোগ এবং সুনাম বিনষ্ট হয়ে যায়৷
উল্লেখ্য, সম্প্রতি শহরের অন্য একটি ক্লাবের রক্তদান উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও মুখ্যমন্ত্রী প্রায় এমনটাই বক্তব্য রেখেছিলেন৷ তথ্যাভিজ্ঞ মহলের অভিমত, পূজার চাঁদা নিয়ে চাপ সৃষ্টির বিরুদ্ধে সবগুলি ক্লাবের প্রতিই এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷