জয়নগরে শান্তিকামী মন্দিরে চুরি আটক দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ই সেপ্ঢেম্বর৷৷ পশ্চিম জয়নগরে শান্তিকামী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ মায়ের thief_by_beachrain-d47s4sbমূর্তি ভাঙচুর ও সোনার অলংকার, কাপড় চোপড় ইত্যাদি চুরি করে নিয়ে গেছে৷ চোর চক্রটির হদিস পেয়েছে পুলিশ৷
পশ্চিম জয়নগর এলাকায় শান্তিকামী বাড়ির কালী মন্দিরে শনিবার রাতে দুঃ সাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ কালীমূর্তি ভাঙচুর করে সোনার অলংকার, কাপড় চোপড় সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা৷ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ সন্দেহভাজন দুই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে মূল চক্রটির হদিস পেয়েছে৷ আটক নাবালকরা জানা, হরেকৃষ্ণ পাল ও লিপি বেগমের নির্দেশেই তারা চুরি করেছে৷ তাদের বাড়িও জয়নগর এলাকাতেই৷ লিপি বেগম চোরের কুখ্যাত সর্দার৷ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে৷
পুলিশ জানিয়েছে চুরির ঘটনায় মামলা গৃহীত হয়েছে৷ আটক দুই নাবালক চুরির ঘটনা স্বীকার করেছে৷ মূল চক্রটিকে ধরার জন্য পুলিশ তৎপর শুরু করেছে৷ প্রসঙ্গত, শহরের বিভিন্ন মন্দিরে ইতিপূর্বে চুরির ঘটনা ঘটেছে৷