পরকীয়া প্রেমে আসক্ত স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করল স্বামী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১০ সেপ্ঢেম্বর৷৷ স্বামীর লাঠির আঘাতে পরকিয়া প্রেমাসক্ত এক মহিলা গুরুতরভাবে জখম love-clipart-clip-art-love-clipartহয়েছেন৷ মহিলার নাম করুণা নমঃ৷ ঘটনা মধুপুরে৷ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বিশালগড়ের মধুপুর এলাকার এক মহিলাকে তার স্বামী পরকিয়া প্রেমের জেরে পিটিয়ে গুরুতরভাােব জখম করেছে৷ গুরুতর জখম মহিলাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তার নাম করুনা নমঃ ৷ স্বামীর নাম ভুূষন চন্দ্র নমঃ৷ জানা যায়, পয়া ১২/১৩ বছর আগে ভাল বেসে তাদের বিয়ে হয়েছিল৷ বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তির শুরু হয়৷ প্রতিবেশী এক যুবকের সঙ্গে তার প্রণয়ের সম্পর্কও গড়ে উঠেছিল৷ স্বামী তাকে হাতে নাতে ধরেও ফেলেছিলেন৷ এনিয়ে শালিসী ও হয়েছে৷ তারপর পুনরায় সংসার করতে থাকে ওই দম্পতি৷ কিন্তু সংসারে শান্তি ফিরেনি৷ শুক্রবার মদমত্ত অবস্থায় স্বামী রামু প্রসাদ নমঃ লাঠি দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করেন৷ তাতে গুরুতর আহত হয় স্ত্রী৷ তাকে জিবি হাসপাতালে চিকিৎসা চলেছে৷