গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর, (হি.স.) : চার দিনের সফরসূচি নিয়ে আগামীকাল মধ্য ও উজান অসমের উদ্দেশে রওয়ানা হচ্ছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আগামীকাল হোজাই রেলস্টেশনে অনুষ্ঠেয় ডাবল রেললাইনের কাজের শুভারম্ভ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল এগারোটায় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহাঁই ও মুখ্যমন্ত্রীর হাতে শুভারম্ভ হবে ওই ডাবল রেল লাইনের কাজ। এই তথ্য দিয়ে হোজাইয়ের বিধায়ক শিলাদিত্য দেব জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফরসূচি এখানেই সীমাবদ্ধ থাকলেও অতিরিক্ত কার্যক্রম হিসেবে তিনি হোজাই রেলওয়ে স্টেশনের আধুনিকীকরণ সংক্রান্ত কাজকর্মের খতিয়ান নেবেন এবং রেলের পদসেতু নির্মাণের স্থানও পরিদর্শন করবেন এদিন। রেলের পদসেতু নির্মাণের স্থান হিসেবে বিধায়কের পছন্দের এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। তাছাড়া, যোগিজান ব্লকে সংঘটিত ব্যাপক দুর্নীতি সংক্রান্ত ঘটনাবলির উপযুক্ত তদন্তের নির্দেশ জারি করতে এদিনই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন তিনি। কেননা, যোগিজান ব্লকে দুর্নীতি সংক্রান্ত বিষয়াবলির বর্ণনা করে ইতিমধ্যে থানায় এফআইআর করা হয়েছে, বিভাগীয়ভাবে শীর্ষস্তরেও অনুরূপ নালিশ জানানো হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে পুলিশ কিংবা বিভাগীয়ভাবে কোনও তদন্তই হচ্ছে না।
তার পরের দিন ১৩ ও ১৪ তারিখে ডিব্রুগড়ে অনুষ্ঠেয় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। ১৫ তারিখ অংশগ্রহণ করবেন শিবসাগরের এক অনুষ্ঠানে।