নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক বদলির প্রতিবাদে আজ পথ অবরোধ করল টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ কৈলাসহর উত্তর অঞ্চলের টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা বহুদিনের সব বিভাগের প্রয়োজনীয় শিক্ষক নেই৷ শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে বলে ন শিক্ষককে বদলি করা হয়েছে, সে খবর ছাত্রছাত্রীর মধ্যে চাউর হতেই আজ এই বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা টিলাবাজার হিরাছড়া প্রধান সড়ক অবরোধ করে৷ মহকুমা শিক্ষক আধিকারিক খবর পেয়ে টিলাবাজার গিয়ে ছাত্রছাত্রীদের আশ্বাস দেন যে তাদের দাবি পূরণ করা হবে৷ যার ফলে মহকুমা শিক্ষা আধিকারিকদের এ কথায় ছাত্রছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করে আজ৷ প্রসঙ্গত, মহকুমার বিভিন্ন সুকলে শিক্ষকের স্বল্পতা রয়েছে৷ এরই মধ্যে গণহারে শিক্ষক বদলি করা হচ্ছে৷ তাতে পঠন পাঠন মারাত্মকভাবে ব্যহাত হচ্ছে বলে অভিযোগ৷
2016-09-10
