বিরোধী দলনেতার মর্যাদা চূড়ান্ত সিদ্ধান্ত ১২ সেপ্ঢেম্বর

আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ কংগ্রেস ছেড়ে যাওয়া ছয় বিধায়ককে তৃণমূলের TRIPURA ASSEMBLYবিধায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছেন৷ তাই স্বাভাবিক ভাবেই তৃণমূল বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পয়েছে৷ তবে, বিরোধী দলনেতার পদ নিয়ে অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ ও তৃণমূলের মধ্যে তীব্র লড়াই অনিবার্য্য, এমনটা বলা যেতে পারে৷ বর্তমানে ধর্মনগরে নিজের বাড়িতে রয়েছেন অধ্যক্ষ৷ খুব সম্ভবত আগামী ১১ সেপ্ঢেম্বর আগরতলায় আসবেন তিনি৷ শুক্রবার টেলিফোনে অধ্যক্ষ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের নেতার বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১২ সেপ্ঢেম্বর৷ উল্লেখ্য, গত মাসেই ত্রিপুরার প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস৷ কংগ্রেসের দশ বিধায়কের মধ্যে ছয় জন দলত্যাগ করে তৃণমূলে যোগদান করেন৷ এরপর তৃণমূল বিরোধী দলের তকমা পায়৷ এদিকে, তৃণমূলের পরিষদীয় দলনেতা হিসেবে বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খলকে মনোনিত করেছে৷ (হিঃসঃ)