নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ এমবিবি কলেজে ছাত্র পরিষদের ডাকা ছাত্র ধর্মঘট সবাত্মক হয়েছে৷ অন্যদিকে,
বিবিএম এবং ওইমেন্স কলেজে তেমন কোন সাড়া লক্ষ্য করা যায়নি৷ ছাত্র পরিষদের ছাত্র ধর্মঘট ডাকার পরপরই এসএফআই এমবিবি কলেজের পাশাপাশি বিবিএম এবং ওইমেন্স কলেজেও ধর্মঘট ডেকেছিল৷ বিবিএম কলেজ এবং ওইমেন্স কলেজে ছাত্র- ছাত্রীদের যাতায়াত করতে দেখা গিয়েছে৷ ব্যতিক্রমী চিক্র লক্ষ্য করা গিয়েছে এমবিবি কলেজে৷
এদিকে, এমবিবি কলেজে এদিন ছাত্র ধর্মঘটকে সফল করার জন্য তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে ব্যাপক পিকেটিং করা হয়েছে৷ সংগঠনের নেতা ভিকি প্রসাদের নেতৃত্বে এদিন এমবিবি কলেজ চত্বরে ছাত্র পরিষদের সদস্যরা পিকেটিং করেছে৷ এদিকে,
ধর্মঘটকে কেন্দ্র করে যাতে কলেজটিলা এলাকায় আইন শৃঙ্খলার কোন অবনতি না হয় সেজন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ এদিকে, এদিন বিবিএম এবং ওইমেন্স কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা নিশ্চিন্তে যাওয়া আসা করেছেন৷ এমনকি বিবিএম কলেজে ছাত্ররা পৌঁছেছে৷
2016-09-10

