চেলাগাঙে সুকল ছাত্রী ধর্ষিতা, তমাকারিতে গৃহবধূকে ধর্ষণ করতে গেলে টিএসআর জওয়ানকে গণধোলাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ পৃথক স্থানে নারী সংক্রান্ত অপরাধের ঘটনাকে কেন্দ্র করে গণরোষের সৃষ্টি হয়েছে৷ এবারেও ভিলেন আরক্ষা দপ্তরের কর্মী৷
rapelogoসিধাইয়ের তমাকারীর বটতলা এলাকায় এক উপজাতি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে এক টিএসআর জওয়ান৷ গণধোলাইয়ে ওই জওয়ান জখম হয়েছে৷ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷
সিমনা তমাকারী এডিসি আসনের উপনির্বাচন উপলক্ষ্যে তমকারীর বটতলায় টিএসআর ক্যাম্প বসানো হয়েছিল৷ ওই ক্যাম্পের এক টিএসআর জওয়ান বৃহস্পতিবার সন্ধ্যা রাতে স্থানীয় একটি উপজাতি বাড়িতে মদ্যপান করতে যায়৷ মদ না পাওয়ায় ওই বাড়ির মহিলাকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে ওই জওয়ান৷ মহিলার চিৎকারে তার স্বামী ও এলাকাবাসী ছুটে আসেন৷ গণপ্রহারে টিএসআর জওয়ান আহত হয়৷ খবর পেয়ে ক্যাম্পের অন্যান্য জওয়ানরা এসে তাকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়৷ উত্তেজিত জনতা ক্যাম্পেও ইটপাটকেল ছুড়তে থাকেন৷ খবর পেয়ে সিধাই থানার পুলিশ এসে অভিযুক্ত টিএসআর জওয়ানকে গ্রেপ্তার করে নিয়ে যায়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানান সিধাই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক৷
উত্তেজিনত জনতা টিএসআর ক্যাম্পে চড়াও হলে টিএসআর জনতা খন্ড যুদ্ধ হয়েছে বলেও জানা গেছে৷ অভিযুক্ত টিএসআর জওয়ানের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷
এদিকে, চেলাগাঙের চাকাহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক নাবালিকা ছাত্রী নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ শেষে গভীর জঙ্গলে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল৷
অমরপুর মহকুমার চেলাগাঙের চাকাহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী চেলাগাঙ বাজার সংলগ্ণ ভাড়া বাড়ি থেকে গত মঙ্গলবার নিখোঁজ হয়৷ রাতে চেলাগাঙ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন নাবালিকা ছাত্রীটির অভিভাবক৷ বুধবার দিনভর তল্লাশি চালিয়েও তার কোন হদিশ মিলেনি৷ বুধবার মধ্যরাতে মহকুমা পুলিশ আধিকারিক সন্দেহভাজন এক যুবককে আটক করেন৷ তার নাম শংকর দাস৷ তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পায় পুলিশ৷ মঙ্গলবার রাতে নাবালিকাটিকে সে ধর্ষণ করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে৷ তারপর মেয়েটি সম্পর্কে সে আর কিছুই জানে না বলে জানায়৷
এদিকে বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ লাঙগাঙ ভিলেজের পানছড়া এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা চেলাগাঙ থানা ঘেরাও করেন৷ গ্রামবাসীদের দাবি নিখোঁজ হয়ে যাওয়া মেয়েটিকে অবিলম্বে খঁুজে বের করে দিতে হবে৷ তারপর গ্রামবাসীরাও চেলাগাঙের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান৷ পুলিশ ফাঁড়ি ঘেরাও এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সবিক দে, টিএসআর পঞ্চম ব্যাটেলিয়ানের কমানডেন্ট অনুপ কুমার দাস, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার নবদ্বীপ জমাতিয়া প্রমুখ৷ দফায় দফায় পুলিশ আধিকারিক ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গ্রামবাসীরা৷ অভিযুক্ত শংকর দাসের বাড়ি ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়েও মেয়েটির হদিশ পায়নি পুলিশ৷
এদিকে, বিকেল সাড়ে চারটা নাগাদ ব্রহ্মটিলা এলাকায় মেয়েটিকে দেখতে পান স্থানীয় এক ব্যক্তি৷ তিনি চেলাগাঙ পুলিশ ফাঁড়িতে খবর দেন৷ পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে৷ মেয়েটিক নতুন বাজার অমরপুর সড়কের পাশে জঙ্গলে বেঁধে রাখা হয়েছিল বলে সে জানায়৷ বহুকষ্টে মেয়েটি সেখান থেকে ছুটে এসেছে৷ মেয়েটিকে উদ্ধার করার পর ক্ষুব্দ গ্রামবাসীরা চেলাগাঙ পুলিশ ফাঁড়ির কাছে একটি বাড়িতে হামলা চালায়৷ ব্যাপক ভাঙচুর করা হয়৷ অভিযুক্ত শংকর দাসের বাড়িতেও হামলা চালানোর চেষ্টা করেন ক্ষুব্ধ গ্রামবাসী৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে৷ ব্রু সোসিও কালচ্যারাল অর্গানাইজেশন এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে৷
পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্তদের চিহ্ণিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷