ঘর বন্টনে অনিয়ম আসছে কেন্দ্রের টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর বন্টন নিয়ে রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে photo-3কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব৷ এই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব পর্যায়ের এক তদন্তকারীর দল রাজ্য সফরে আসছেন৷ তদন্তকারী দলটি রাজ্যের ২০টি শহরে গিয়ে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তদন্ত করে দেখবেন৷ রাজ্য বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানিয়েছেন৷ রাজ্যে চিটফান্ড সংক্রান্ত সিবিআই তদন্ত দ্রুত করার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি৷ শ্রী দেব আরো জানান পুজোর আগে সেপ্ঢেম্বর মাসেই আগরতলা কলকাতা রেল পরিষেবা চালু হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন৷