সিপি জোশির বিরুদ্ধে কেন অসমে ক্ষোভ, বিস্তারিত রিপোর্ট চেয়েছেন কং সভানেত্রী সোনিয়া

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর, (হি.স.) : গত বিধানসভা নির্বাচনে দেদার টাকা নিয়ে প্রার্থী চয়ন করেছিলেন অসমের দায়িত্বপ্রাপ্ত sonia gandhiনিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সিপি জোশি| এই অভিযোগে দলের প্রদেশ কমিটির কার্যনির্বাহক সভায় মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মি-সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা-কর্মীর সোচ্চার হন| জোশির বিরুদ্ধে এমনতর বিভিন্ন অভিযোগ তোলে দলের হাইকমান্ডের কাছে একটি স্মারকপত্রও পাঠিয়েছিলেন তাঁরা| এর পর বিষয়টিকে কেন্দ্র করে কংগ্রেস সভানেত্রী বেশ তপর হয়ে উঠেছেন| এ-ব্যাপারে কার্যনির্বাহক সভা এবং সিপি জোশি সম্পর্কে উত্থাপিত অভিযোগ ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্য সংবলিত প্রতিবেদন তাঁকে শিগগির পাঠাতে নির্দেশ দিয়েছেন সোনিয়া| এমন-কি, এ-ব্যপারে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং প্রদেশ সভাপতি রিপুন বরাকে পৃথক পৃথক প্রতিবেদন পাঠাতেও নির্দেশ দিয়েছেন|
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ৪ সেপ্টেম্বর দলের সাংগঠনিক স্থিতি এবং বিগত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করতে প্রদেশ কংগ্রেস কমিটি একটি কার্যনির্বাহক সভার আয়োজন করেছিল| ওই সভায় কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা-সহ মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মি খোলাখুলি সিপি জোশির বিরুদ্ধে কেবল সরবই নন, রাজ্যের পর্যবেক্ষকের দায়িত্বপ্রাপ্ত শীর্ষ এই নেতার বিরুদ্ধে নির্বাচনে প্রার্থিত্ব প্রদানের নামে ব্যাপক অর্থের লেনদেন করেছেন বলে অভিযোগ তুলেন| এমন-কি শীঘ্র অসমের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রূপজ্যোতি কুর্মিরা দাবি তুলেছিলেন| আর গোটা ঘটনাবলি সংঘটিত হয়েছিল সিপি জোশির সামনেই|
এই উত্তপ্ত পরিস্থিতির জন্য সেদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও সভায় গৃহীত হতে পারেনি| গোটা ঘটনার বিবরণ জানতে পেরে রাজে্‌ষর প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং প্রদেশ সভাপতি রিপুন বরাকে দিল্লিতে ডেকে পাঠান সভানেত্রী সোনিয়া গান্ধী| জানা গেছে, গতকাল বিকেলের দিকে রাজ্যের এই দুই নেতার সঙ্গে সোনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ প্যাটেলের দীর্ঘ বৈঠক হয়| কংগ্রেসের এক সূত্রের খবর, এই বৈঠকে সিপি জোশির বিরুদ্ধে অসমের দলীয় নেতা-কর্মীরা কেন ক্ষুব্ধ, তার সবিশেষ জানতে পারেন প্যাটেল| তারপরই তরুণ গগৈ ও রিপুন বরাকে দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে পৃথক পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আহমেদ প্যাটেল|