রাজ্যে টেলিমেডিসিন পরিষেবা বাড়ানোর উদ্যোগ, আরও চারটি সেন্টার খোলা হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ই সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের দূরবর্তী গ্রাম- পাহাড়ের রোগীদের কাছে টেলিমেডিসিন পরিষেবা আরো photo-5সম্প্রসারিত কারার লক্ষ্যে আজ প্রজ্ঞাভবনে টেলিমেডিসিন প্রজেক্ট’ এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং কলকাতাস্থিত ইউবেল ইলেকট্রনিক্স কমিউনিকেশান সিস্টেম-লিমিটেডের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়৷ এতে রাজ্যের বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকগণ, মহকুমা স্বাস্থ্য আধিকারিকগণ ও ব্লক স্তরের স্বাস্থ্য আধিকারিকগণ অংশ নেন৷ ২০০৫- অর্থ বছরেএই প্রজেক্ট ত্রিপুরায় চালু হয়৷ এখন পর্যন্ত প্রায় ৮১ হাজার রোগী এই প্রজেক্টের মাধ্যমে স্বাস্থ পরিষেবা গ্রহণ করেছেন৷
প্রদীপ জ্বেলেন এই কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু রাজ্যের দূরবর্তী অঞ্চলের রোগীদের সহজে ও স্বল্প বেয়ে টেলিমেডিসিন পরিসেবা গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, এই পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে এখন পর্যন্ত রাজ্যের ২৭টি হাসপাতালে টেলিমেডিসেনর নোডাল সেন্টার চালু করা হয়েছে৷ আরো ৪টি হাসাপাতলে এই সেন্টার চালু করা হবে৷ এছাড়া, জি বি, আই জি এম এবং ক্যান্সার হাসপাতালে এ বিষয়ে ৩টি রেফারেল সেন্টার রয়েছে৷ এখন থেকেই টেলিমেডিসিন-এর চিকিৎসক রোগীর সুচিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন৷
বিশেষ অতিথির ভাষণে নেশন্যাল হেলথ মিশনের (ত্রিপুরা) মিশন ডিরেক্টর ডাঃ শৈলের কুমার যাদব বলেন, এই প্রজেক্টকে আরো ত্বরান্বিত কারর জন্য দপ্তর নানা কর্মসূুচী হাতে নিয়েছে৷ ইতিমধ্যে এই প্রজেক্ট রাজ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন রাজ্যের প্রতিটি টেলিমিডিসেন সেন্টার একজন চিকিৎসক ও দু’জন টেকনিক্যাল স্টাফ রয়েছেন৷ এ বছর রাজ্যে টেলি-রেডিওলোজীও চালু করা হয়েছে৷ বিশেষ অতিথির ভাষণে খড়গপুরস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজীর অধ্যাপক এ কে মজুমদার রাজ্যের এই প্রজেক্টরে অরো এগিয়ে নিয়ে মহারাষ্ট্রের প্রজেক্টকে অনুসরণ করার আহ্বান জানান৷ এছাড়া, বক্তব্য রাখেন ডাঃ অনিরুদ্ধ দাস, কিশোর যোশী, আর ভট্টাচার্য, ডাঃ রঞ্জিত দাস ও ডাঃ অসীম দে৷ স্বাগত ভাষণ দেন উইবেল ইলেকট্রনিক্স কমিউনিকেশনের সিস্টেচমের জেনারেল ম্যানেজার দেবদীপ ভট্টাচর্য৷