BRAKING NEWS

আদালত চত্বরে গ্রেপ্তার সন্দেহভাজন বাইক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ বাইক চোর সন্দেহে এক যুবককে আদলত চত্বর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ thief_by_beachrain-d47s4sbবৃহস্পতিবার সদর পুলিশ কোর্টে দীপক দাস নামে সন্দেহভাজন ঐ যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেয়৷ পশ্চিম থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে৷ জানা গিয়েছে পেশায় টমটম চালক সানমুড়ার বাসিন্দা দীপক দাস তার টমটম নিয়ে আদালত চত্বরে যায়৷ অভিযোগ তার টমটমে চড়ে আদালত পর্যন্ত আসে আরও এক যুবক৷ বাইকের সামনে দাঁড়িয়ে চাবি খুলতে দেখে সন্দেহ হয় আদালতে থাকা আইনজীবীদের৷ পরে তারা দীপককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *