আচমকা অসমে সেনাপ্রধান দলবীর, অরুণাচলের চীন-ভারত সীমান্তে সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা

তেজপুর (অসম), ০৭ সেপ্টেম্বর, (হি.স.) : আগ্রাসী চীনের গতিবিধির প্রতি লক্ষ রেখে প্রতিরক্ষামূলক পরিকল্পনা বাস্তবায়িত assam mapকরতে তৎপর হয়ে উঠেছে কেন্দ্র। এর অঙ্গ স্বরূপ গত তিনদিন ধরে তেজপুরে গজরাজ ক্রপস (ফোর কোর)-এর সেনা ছাউনিতে অবস্থান করে অরুণাচল প্রদেশ সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করছেন ভারতীয় সেনাপ্রধান দলবীর সিং সুহাগ। লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলওসি)-তে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিয়েতনাম যাত্রায় ১২টি চুক্তিতে স্বাক্ষর করার পর সেনাপ্রধানের অসম সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
বিশেষ করে, নিজেদের সীমান্তের দিকে তিব্বত এলাকায় অতি গোপনে বেইজিং অত্যাধুনিক যু্দ্ধ বিমান জে ২০-কে তৈরি করে রেখেছে। এই ঘটনাকে সহজভাবে নেয়নি ভারত। মনে করা হচ্ছে, এ বিষয়টিই মাথায় রেখে দলবীর সিঙের তেজপুর সফর।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট অরুণাচল প্রদেশের পাসিঘাটে অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড (এএলজি)-এর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। এর পরই সেখানে এসইউ ৩০ এমকেআই-এর মতো শক্তিশালী যুদ্ধবিমানের উড়ান ও অবতরণের পথ প্রশস্ত হয়। তাছাড়া, চীনের হুমকির পরিপ্রেক্ষিতে সংস্থাপন করেছে সাবমেরিন যুদ্ধ-জাহাজ বিমান অথবা জমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্রহ্মস।
এ সব নানা কারণে গত সোমবার সন্ধ্যায় তেজপুর এসে পৌঁছেন ভারতীয় সেনাপ্রধান। তাঁর সঙ্গে আছেন ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ প্রবীণ বাগচী। তাঁরা দুজন ফোর কোর-এর জেনারেল অফিসার কমান্ডিং ডি অনবুরকে সঙ্গে নিয়ে অরুণাচল প্রদেশের চীন-ভারত সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক তৎপরতা সম্পর্কে বৈঠক করেন। বিশেষ করে, সীমান্তে চলমান অভিযান এবং যে কোনও মুহূর্তে সামরিক হামলা হলে তার উপযুক্ত জবাব দিতে ভারতীয় সেনাবাহিনী কতটুকু তৈরি তা নিয়েই অনুপুংখ আলোচনা হয় তাঁদের মধ্যে।