কলকাতা, ৭ সেপ্টেম্র : চূড়ান্ত নাটকীয়তার পরে ৱুধবার ডার্বি বয়কট করল সৱুজ-মেরুন শিবির| ইতিপূর্বেই দলের পক্ষ থেকে ম্যাচের আগে কল্যাণীতে অনুশীলনের জন্য ৪৮ ঘণ্টা সময় চেয়ে নেওয়া হয়েছিল| যুক্তি ছিল, কল্যাণী ঘাসের সঙ্গে একেবারেই পরিচিত নয় মোহনবাগানের ফুটবলাররা| সেক্ষেত্রে কিছুটা অনুশীলনের সুযোগ দিলে দল মাঠে নামতে পারবে| কিন্তু, সেই আবেদনে সাড়া দেয়নি ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন| আর তাই শেষপর্যন্ত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে শঙ্করলাল অ্যান্ড কম্পানি|
গতকাল সন্ধেবেলাই মোহনবাগান সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তাঁরা ডার্বি বয়কট করতে চলেছেন| পড়শি ক্লাবের সিদ্ধান্ত শুনে হতাশ লাল-হলুদ শিবির| সবথেকে বেশি হতাশ হয়ে পড়েছেন ডং| তিনি বলেন, ডার্বি এলেই আমার মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করে| এই ম্যাচের জন্য মুখিয়ে ছিলাম| দুটো ডার্বিতেই গোল করেছিলাম| আত্মবিশ্বাসী ছিলাম, এবারও গোল করব| কিন্তু সেটা হল না| খুবই খারাপ লাগছে| সহকারী কোচ রিচার্ড ড্রাইডেন বলছিলেন, ডার্বির জন্য টিম তৈরি ছিল| মোহনবাগানের এই সিদ্ধান্তে আমি তো বটেই, ফুটবলাররাও হতাশ| দলের সিনিয়র ফুটবলার অর্ণব, মেহতাবরাও ভেঙে পড়েছেন|