কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভোররাতে ভয়াবহ আগুন ফেয়ারলি প্লেসের ডানকান হাউজে| মঙ্গলবার ভোর পৌনে ৪টে
নাগাদ নেতাজি সুভাষ রোডে অবস্থিত ওই বাড়ির এক তলায় আগুন লাগে| প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্প কিছু সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে দোতলায়| খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ১৫টি ইঞ্জিন| যুদ্ধকালীন তত্পরতায় চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ| প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়িটিতে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে| ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি| দমকল কর্মীরা জানিয়েছেন, আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়েছে একতলা ও দোতলা|
2016-09-06

