নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোন হচ্ছে৷ আর এই জাল ক্রমশ বিস্তার পাচ্ছে৷ যেদিন বামফ্রন্ট সরকারের অভ্যুত্থান হয়েছে ত্রিপুরায় সেদিন থেকেই এই সরকারের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করা হচ্ছে৷ বামফ্রন্ট সরকারের অভ্যুত্থান হয়েছিল জাতি উপজাতির মধ্যে ঐক্যের মধ্য দিয়েই৷ এই ঐক্যকে ভাঙলে পারলেই সবকিছু চুরমার হয়ে যাবে এমনটা ভাবছে ষড়যন্ত্রকারীরা৷ শনিবার আগরতলা টাউন হলে সিপিএমের উদ্যোগে আয়োজিত প্রয়াত বিধায়ক সমীর দেব সরকারের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে একথাগুলি বলেছেন দলের পলিটব্যুরোর অন্যতম সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
স্মরণসভায় মুখ্যমন্ত্রী প্রয়াতের রাজনৈতিক এবং কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখার পাশাপাশি দেশের ও রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন৷ মানিক সরকার বলেন, জাতি উপজাতির মধ্যে যে সৌভ্রাতৃত্বের মেলবন্ধন রয়েছে এরাজ্যে তাকে বিনষ্ট করার জন্য চেষ্টা চলছে৷ তিনি দলের সমস্ত অংশের কর্মী সমর্থক এবং শুভবুদ্ধিসম্পন্ন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, এই সৌভ্রাতৃত্বের যে মেলবন্ধন এরাজ্যে রয়েছে তা গ্রাম গঞ্চে, মহল্লায় মহল্লায় ছড়িয়ে দিতে হবে৷ যেকোন মূল্যে তা রক্ষা করতে হবে৷ আর যদি তা না করা যায় তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে যে আক্রমণ আনা হচ্ছে তা প্রতিহত করার ক্ষেত্রে ত্রিপুরা পিছিয়ে যাবে৷ সচেতন ও সংবেদনশীলতার সঙ্গে জাতি ও উপজাতির ঐক্যকে চোখের মণির মতো সুরক্ষিত রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছে৷
দেশের বর্তমান পরিস্থিতির কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগের সঙ্গে জানান, সামনের দিনগুলি ঝড়ের দিন৷ আমাদের উপর আক্রমণ আসছে সবদিক থেকে৷ এই আক্রমণকে প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগে করে বলেন, একটি চক্র মানুষকে বিপথগামী করার প্রয়াস নিয়েছে৷ মতাদর্শের সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে হবে৷ কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আগের সরকার কিছুই করেন৷ বর্তমান সরকার কিছু করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে৷ মোদি সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এদিন তীব্র বিষোদ্গার করেছেন৷ তিনি অভিযোগ করেন বর্তমান কেন্দ্রীয় সরকার কথা বলার সরকার৷ কাজের সরকার নয়৷ স্বৈরাচারি সরকার৷ এই সরকার ভাল দিনের প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু সেই ভাল দিন জনগণ দেখছেন না৷
মানিক সরকার অভিযোগ করেন, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে৷ তারপরও আন্দোলন জারি রাখতে তিনি পরামর্শ দিয়েছেন৷ ২রা সেপ্ঢেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর একই দিনে যে সাধারণ ধর্মঘট হয়েছিল তখন যে সংখ্যায় জনগণ এই ধর্মঘটকে সমর্থন দিয়েছিলেন তার থেকে এবারে বেশী সংখ্যায় জনগণ সমর্থন দিয়েছেন৷ তিনি দাবি করেন, এই সংখ্যাটা বাড়ার পেছনে যে কারণ রয়েছে তা হলে দেশের কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের অধিকার এবং সুযোগ সুবিধা প্রদানে ব্যর্থ৷ যেসব দাবীগুলি নিয়ে ধর্মঘট আহ্বান করা হয়েছে সেগুলি জনগণের মনপ্রোত হয়েছে বলেই এই ধর্মঘটে গত বছরের তুলনায় এবারে বেশী সংখ্যায় জনগণ সমর্থন দিয়েছেন৷
এদিকে, প্রয়াত বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতন সমীর দেব সরকারের স্মৃতিচারণ করে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় সমীর দেব সরকার ছিলেন খাপ খোলা তলোয়ারের মতো৷ বিভিন্ন বিষয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব উঠলে তিনি বক্তব্য রাখতেন৷ জাতীয়, আন্তর্জাতিক কিংবা রাজ্যের যেকোন প্রান্তের বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা হলে সমীর দেব সরকার তাতে অংশ নিতেন৷ তার কর্মজীবন ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন৷
2016-09-04