নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের বটতলা এলাকা থেকে স্থানীয় ফাঁড়ির পুলিশ সাতজন
জুয়ারিকে আটক করেছেন৷ তারা হল, রামু সরকার, অবনী দাস, মালো মিয়া, মোহন দেব, অভিজিৎ সুত্রধর, পৃথ্বিশ সুত্রধর এবং তৈরান রহমান৷ তাদের কাছ থেকে নগদ ছয় হাজার তিনশ পচিশ টাকা এবং অন্যান্য কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়৷ বটতলা আউটপোস্টের ওসি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বটতলা বাজার এলাকায় জুয়ার রমরমা চলছি৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতেই তাদেরকে আটক করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে৷ এই ধরনের অভিযান আগমীদিনেও অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ উল্লেখ্য রাজধানী অগরতলা শহরের বিভিন্ন স্থানে জুয়ার রমরমা৷
2016-09-04
