দুই গাড়ি ও বাইকে ঠুকাঠুকি গুরুতর জখম এক যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্ঢেম্বর৷৷ বিশ্রামগঞ্জ থানায় অধীন ছেচরীমাই এলাকায় জাতীয় সড়কে একটি গতে road acccident copyটিআর-০১এএস-০৩০৬ নম্বরের মারুতী গাড়ী চলন্ত অবস্থায় আটকে পড়ে, ততক্ষনে সোনামুড়াগামী টিআর- ০১এএল- ০৫৯১ নম্বরের একটি ইকো গাড়ী দ্রুতবেগে এসে মারুতী গাড়িকে ধাক্কা মারে৷ এতে গাড়িতে থাকা অন্যান্য যাত্রীরা সামান্য জখম হয়৷ কিন্তু ইকো গাড়ীর পেছনে থাকা অন্য একটি এচিভার বাইক টিআর-০৭-৭৪৭১ নম্বরে বাইকটি ইকো গাড়ীর পেছনে ঢুকে যায়৷ চালক দুর্জয় দেববর্মা (৩২) (বাড়ি পুস্করবাড়ি বিশ্রমাগঞ্জ) গুরুতর জখম হয়ে বাইক থেকে ছিটকে পরে৷ চালকের হাত ও মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পাশে ছিটকে পরে থাকে৷ খবর পেয়ে বিশ্রমাগঞ্জের অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের সহযোগিতায় বিশ্রাগঞ্জ প্রাথমিক হাসপাতালে ভর্ত্তি করানো হয়৷ কর্তব্যরত চিকিৎসক চালক দুর্জয় দেববর্মাকে চিকিৎসা করছে৷ পুলিশের এস আই সঞ্জিব ভৌমিক ছুটে এসে দুটি গাড়ির চালক ও দুটি গাড়ি এবং বাইক বিশ্রাগঞ্জ থানায় নিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতিতে আসা ইকো গাড়ির চালক গতি নিয়ন্ত্রণ করতে পারেনি৷