কাবুল,৪ সেপ্টেম্বর (হি.স.) : আফগানিস্তানে বাস ও জ্বালানি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে হত অন্তত ৩৫ জন। রবিবার সকালে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনায় অধিকাংশ মরদেহ পুড়ে যাওয়ায় নিহতেদর শনাক্ত করতে সমস্যা হচ্ছে। জানা গেছে আসন্ন ঈদ উপলক্ষে তারা কাবুল যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।প্রাথমিক অবস্থায় অনিয়ন্ত্রিত ড্রাইভিংকে দুর্ঘটনার মূল কারণ বলে উল্লেখ করেছেন আফগান পুলিশ।-
2016-09-04

