বিশালগড়ে হরিয়ানাগামী লরিতে অর্ধকোটি টাকার গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্ঢেম্বর৷৷ বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে বিশালগড় গকুলনগর বিএসএফ ক্যাস্পের Photo 6জি ব্রাঞ্চের ডেপুটি কমান্ডেন্ট এন পি সিং গোপন খবরের ভিত্তিতে উত পেতে বসে থাকে বিশালগড় ভুইয়ারমাথা এলাকায়৷ হরিয়ানাগামী একটি লরি করে বেশ কয়েক হাজার শুকনো গাঁজা উদ্ধার করে৷ যার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা৷ সঙ্গে সঙ্গে গকুলনগর বিএসএফ খবর দেয় বিশালগড় থানায় পুলিশকে৷ ছুটে আসেন এ আই প্রশান্ত কুমার দেব ও অন্যান্য পুলিশ কর্মীরা৷ এইচ আর-৫৮এ-১৮৩৭ নম্বরের গাঁজা বোঝাই লরিটি আগরতলায় দিকে যেতেই গাড়িটির আটক করে পুলিশ ও বিএসএফ৷ তল্লাশী চালিয়ে ২৬ কেজি ওজনের ৩৫টি  গাঁজার বস্তা উদ্ধার করা হয়৷ গাড়ির চালক জসমির সিং এবং সহ চালক সুরীজৎ সিংকে ওগাড়ি সহ আটক করে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়৷ খবর পেয়ে ছুটে আসেন ডি আই জি (বিএসএফ) অশোক কুমার যাদব এবং পুলিশ সুপার সুদীপ্ত দাস সহ অন্যান্য অফিসাররা৷ এদিকে সামান্য পরিমান গাঁজার প্যাকেট পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ উদ্ধারকৃত গাঁজার বস্তাগুলো বিশালগড় থানার মালখানায় রাখা হয়েছে বলে জানা গেছে৷