ইসলামাবাদ, ১ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তানে বন্ধ হয়ে যেতে পারে ভারতীয় টিভি চ্যানেলগুলির সম্প্রচার| পাকিস্তানের
ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি- পিইএমআরএ বিদেশি চ্যানেলগুলির সম্প্রচারের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে | আর তাতেই বন্ধ হতে পারে সেদেশে ভারতীয় টিভি চ্যানেলগুলোর সম্প্রচার|
পিইএমআরএ-র চেয়ারম্যান আবসার আলম জানিয়েছেন দেশের কেবল অপারেটর ও স্যাটেলাইট চ্যানেলগুলিকে বেশ কিছুদিন সময় দেওয়া হয়েছে যাতে তারা বিদেশি চ্যানেলগুলির সম্প্রচারের সময়সীমা দেশের আইন অনুযায়ী নতুন করে তৈরি করে| তা না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে|
পাকিস্তানের আইন অনুযায়ী দিনে মাত্র ২ ঘণ্ট ৪০ মিনিট বিদেশি টিভি চ্যানেলগুলির দেখানোর অনুমতি রয়েছে| কিন্তু দেশের অধিকাংশ টিভি চ্যানেল এর থেকে অনেক বেশি সময় ভারত-সহ অন্যান্য বিদেশি চ্যানেলগুলির অনুষ্ঠান সম্প্রচার করে বলে অভ্যিোগ|
আবসার জানিয়েছেন পাকিস্তানে ভারতীয় চ্যানেলগুলির সম্প্রচারের কোনও অনুমতি নেই| কারণ তাদের কারও ল্যান্ডিং রাইটস নেই| পাকিস্তানে প্রায় তিরিশ লক্ষ বাড়িতে ভারতের ডিটিএইচ পরিষেবা এই মুহূর্তে চালু রয়েছে| আমরা চাই এরপর ওইসব পরিষেবা দেওয়া বন্ধ হোক| শুধু তাই নয়, ওই পরিষেবা যারা গ্রাহকদের দেয় তারা কীভাবে ভারতীয় ডিলারদের পেমেন্ট করে তা খতিয়ে দেখা হবে|
2016-09-02
