ফের অশান্ত কাশ্মীর উপত্যকা, তিন জায়গায় পুনরায় জারি কারফিউ

শ্রীনগর, ১ সেপ্টেম্বর (হি.স.): পুনরায় কারফিউ জারি হল কাশ্মীর উপত্যকায়| প্রত্যাহারের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতে J&Kফের ভূস্বর্গে জারি হল কারফিউ| বিচ্ছিন্নতাবাদীরা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর পর‌্যন্ত কাশ্মীরে বনধ চলবে| তাই প্রশাসনের তরফে বারামুল্লা, নৌহাট্টা এবং এম আর গঞ্জে কারফিউ জারি করা হয়েছে|
বুধবার উপত্যকায় কারফিউ ওঠার পর পরই নতুন করে উত্তেজনা ছড়ায়| গুলিবিদ্ধ হয়ে মৃতু্য হয় দানিশ আহমেদ (১৮) নামে এক যুবকের| আবার কুলগাম জেলায় পিডিপি-র রাজ্যসভার সাংসদ নাজির আহমেদ লাওয়াইয়ের বাড়িতে হামলা চালানো হয়| প্রথমে নিরাপত্তারক্ষীদের ঘর ভাঙার পরে বাড়িতে আগুন লাগানো হয়| এছাড়াও একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে|
গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃতু্যর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা| সংঘর্ষে এখনও পর‌্যন্ত পর‌্যন্ত ৩ পুলিশ কর্মী সহ ৭২ জনের মৃতু্য হয়েছে|