রেলে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রেলে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির৷ তার নাম গৌতম নমঃ৷ বাড়ি সাধু টিলা suicideeএলাকায়৷ জানা যায় বুধবার রাতে রেলে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে৷ আগরতলা থেকে ধর্মনগর গামী প্যাসেঞ্জার ট্রেনে কাটা পড়েই তার মৃত্যু হয়েছে৷ আগরতলা পূর্ব থানাধীন সুভাষ নগরে হলকা অফিস সংলগ্ণ এলাকায় ঘটনাটি ঘটেছে৷ খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ছুটে যায়৷ সেখান থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়েছে৷ উল্লেখ্য, রেলে কাটা পড়ে মৃত গৌতম নমঃ পেশায় দিনমজুর৷ তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ কিভাবে এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে অবশ্য বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷