কলকাতা, ৩১ আগস্ট(হি.স.) : সিঙ্গুর নিয়ে আদালতের রায়ে খুশি নন সিপিআইএম রাজ্য সম্পাদ সূর্যকান্ত মিশ্র| তিনি বলেন, সিঙ্গর নিয়ে আদালত যে দিয়েছেন সেটা পরিষ্কার নয়, বেশকিছু জটিলতা আছে| এর আগে রায় ঘোষণার পর সিপিএম-কেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সিঙ্গুরকে সিপিএমের ঐতিহাসিক আত্মহত্যা বলে মন্তব্য করেন তিনি|
সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, আদালত বলেছে, কারখানা অন্য রাজ্যে চলে গেছে তাই জমি ফেরত দেওয়া উচিত | সঙ্গে এও বলেছে, যেখানে কারখানা তৈরি হয়েছে, সেই জমি ফেরত দেওয়া যাবে না| অর্থাত্ কারখানার আশপাশে যে জমি আছে সেই জমি দিতে হবে| আর এখানেই জটিলতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সূর্যকান্ত মিশ্র| এছাড়াও তিনি বলেন, আজকের দিনে শিল্প ছাড়া বিশ্ব এগিয়ে যেতে পারে না| সিঙ্গুরের বিধায়কও শিল্প চান বলে মন্তব্য করেন তিনি|