BRAKING NEWS

দুর্গা সিং তৃণমূলে, অশোক গড় শিলিগুড়ি পুরনিগমে সংখ্যাগরিষ্ঠতা হারাল বামফ্রন্ট

শিলিগুড়ি, ২৫ আগস্ট (হি.স): অশোক মডেলে ফাটল ধরাতে সক্ষম হল তৃণমূল কংগ্রেস| শিলিগুড়ি পুরনিগমে বামফ্রন্ট CPIMপরিচালিত পুরবোর্ড ভাঙতে প্রথম পা বাড়াল তৃণমূল| বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লক কাউন্সিলর তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ দুর্গা সিং| এদিন দুর্গা সিংয়ের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের পর‌্যবেক্ষক অরূপ বিশ্বাস| সঙ্গে ছিলেন জেলা সভাপতি গৌতম দেব সহ অন্যান্য জেলা নেতৃত্ব| তবে এদিন দুর্গা সিংকে তৃণমূল দলে টানার পর মেয়র অশোক ভট্টাচার‌্য তৃণমূলের উদ্দেশ্যে হুমকি দেন, বোর্ড ভাঙছে না| মানুষ রায় দিয়েছে বামফ্রন্টের প্রতি| পরবর্তী পুরনিগম নির্বাচন পর‌্যন্ত বামেরাই ক্ষমতায় থাকবে| হিম্মত থাকলে অনাস্থা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস|
এদিন ফরওয়ার্ড ব্লক থেকে তৃণমূলে নাম লেখান ৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর দুর্গা সিংয়ের বাবা অমরনাথ সিং, ডি ওয়াই এফ আই-এর প্রাক্তণ সম্পাদক তথা সিপিএমের জোনাল কমিটির সদস্য সঞ্জয় টিব্রুয়াল এবং ১৭ নম্বর ওয়ার্ডের বি জে পি নেত্রী তনিমা ঘোষ| বিশ্বস্ত সূত্রে খবর, এদিন বামফ্রন্টের আরও বেশ কয়েকজন মেয়র পারিষদ-কাউন্সিলরের তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল| কিন্তু তা হয়নি| এদিন তৃণমূলে যোগ দিয়ে দুর্গা সিং বলেন,কেন আসলাম তা বলতে চাই না| তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতে চাই| উন্নয়নের জন্য কাজ করতে চাই|
এদিন অরূপ বিশ্বাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের দিকে তাকিয়েই মানুষ এখন দলে দলে তৃণমূলে কংগ্রেসে যোগ দিচ্ছেন| শুধুমাত্র ফরওয়ার্ড ব্লকের দুর্গা সিং নয়, আরও অনেকেই আসবেন| একটু অপেক্ষা করুন| আগামীদিনে কি হয় তা দেখেনই না ধৈয্য ধরে|
সম্প্রতি তৃণমূলের জেলা সভাপতি তথা পর‌্যটনমন্ত্রী গৌতম দেব হুশিয়ারি দিয়ে বলেছিল যে আগস্ট মাসেই শিলিগুড়ি পুরনিগমকে বামফ্রন্টমুক্ত করছেন| পাল্টা হুশিয়ারি দিয়ে মেয়র অশোক ভট্টাচার‌্য জানিয়েছিল ক্ষমতা থাকলে করে দেখাক| এদিন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদকে নিজেদের দলে টেনে নিয়ে যার সত্যতা প্রমাণ করল তৃণমূল| আরও বেশ কয়েকজনকে নিজেদের দলে আনার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস|
প্রসঙ্গত, শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে ২৩টি আসন পেয়েছিল বামফ্রন্ট, তৃণমূল ১৭, কংগ্রেস ৪, বিজেপি ২ এবং নির্দল পেয়েছিল ১টি আসন| পরে বোর্ড গঠন করতে বামফ্রন্ট নির্দল কাউন্সিলর অরবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে ২৪ টি আসন দেখিয়ে বোর্ডের ক্ষমতায় আসে| কংগ্রেস বাইরে থেকে সমর্থন করে| এদিন দুর্গা সিং তৃণমূলে চলে আসায় বামেদের থাকল ২২টি এবং নির্দল ১টি মিলিয়ে ২৩টি আসন| ফলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে বামফ্রন্ট| ম্যাজিক ফিগার এখনও বামেদের সঙ্গে আছে| তৃণমূলের ১টি আসন বেড়ে হল ১৮টি| ফলে এখনই শিলিগুড়ি পুরনিগমের বোর্ড ভাঙছে না| শিলিগুড়ি পুরনিগমের বাম পুরবোর্ড ভাঙতে তৃণমূল কংগ্রেসকে অনাস্থা নিয়ে আসতে হলে আরও ৫টি আসন প্রয়োজন|
এদিন ফরওয়ার্ড ব্লকের দুর্গা সিং তৃণমূলে চলে আসায় চাপে পড়ে গেল পুরনিগমের ক্ষমতায় থাকা বামফ্রন্ট| মেয়র অশোক ভট্টাচার‌্যের চ্যালেঞ্জ কার‌্যত মুখ থুবড়ে পড়ল| তৃণমূল কংগ্রেস অনাস্থা প্রস্তাব আনবে কি করে তা নিয়ে শিলিগুড়ির রাজনৈতিক মহল সরগরম| তবে জেলা তৃণমূল নেতৃত্ব যে পুরনিগমের ক্ষমতায় আসার জন্য কোমর বেধে নেমে পড়েছে তা এদিনের কর্মসূচী থেকে পরিষ্কার|
যদিও এখনও দমবার পাত্র নন অশোক ভট্টাচার‌্য | এদিন দুর্গা সিংকে তৃণমূল দলে টানার পর মেয়র অশোক ভট্টাচার‌্য তৃণমূলের উদ্দেশ্যে হুমকি দেন, বোর্ড ভাঙছে না| মানুষ বামফ্রন্টের প্রতি রায় দিয়েছে | পরবর্তী পুরনিগম নির্বাচন পর‌্যন্ত বামেরাই ক্ষমতায় থাকবে| হিম্মত থাকলে অনাস্থা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস| তবে নিজেদের ঘর বাঁচাতে বামফ্রন্ট কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সবাই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *