হরিদ্বার, ২৪ আগস্ট (হি.স.) : কে কোন ধর্মের, সেটা বড় কথা নয়, ভারতের সব মানুষের স্বার্থেই গোরক্ষার প্রয়োজন | এমনটা মনে করেন দ্বারকাপীঠের শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ| তিনি বলেন, গোরুর দুধ এক ধর্মের মানুষের কাছে যতটা, অন্য সব ধর্মের মানুষের কাছেও ততটাই উপকারী | তিনি এও বলেছেন, ভারতীয় সংবিধানের বিধি অনুযায়ীই দেশের বিভিন্ন প্রান্তে গোহত্যার বিরুদ্ধে আইন তৈরি হয়েছে এবং তাতে অন্যায়ের কিছু নেই| গো-নিধন রোধে হওয়া আইনকে সুপ্রিম কোর্টে নানা সময়ে চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে গিয়েছে| তাঁর দাবি, গোরুর দুধের পুষ্টির কথা ছেড়ে দিন, গোমূত্রও নানা মারাত্মক রোগ সারাতে কাজে লাগে| মৃত গোরুর চামড়া, হাড়ও নানা প্রয়োজনে লাগে| তাই শুধু গোরক্ষায় আইন হলেই হবে না, গোমাংস বিক্রিতে নিষেধাজ্ঞাও চাই|
2016-08-25