BRAKING NEWS

থানার আবাসনেই মহিলা কনস্টেবল ধর্ষিতা, গণরোষে গ্রেপ্তার সাব ইনস্পেক্টর

বিশেষ প্রতিনিধি, আমবাসা, ২১ আগষ্ট৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা দিন দিনে নতুন মাত্রা পাচ্ছে৷ কখনো টিসিএস অফিসার তো কখনো পুলিশ অফিসার৷ রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে৷ একই সঙ্গে আইন রক্ষার সাথে যারা যুক্ত RA 2তারাই যৌন ব্যাভিচারে লিপ্ত হয়ে পড়ছেন৷ থানার অভ্যন্তরেই চলে যৌনাচার৷ কিছুদিন পূর্বে কলমচৌড়া থানার কোয়র্টারে পুলিশ অফিসার ও মহিাল পুলিশ কনস্টেবলের যৌন ব্যাভিচারের ঘটনায় ছিঃ ছিঃ রব পড়েছিল৷ ঘটনার পক্ষকাল না যেতেই ধলাই জেলার আমবাসা থানার কোয়ার্টারে এক মহিলা পুলিশ কনস্টেবলের সায়ে যৌন ব্যাভিচারে লিপ্ত হয়ে পড়েছেন এক পুলিশ অফিসার৷ একের পর এক এই ধরণের ঘটনায় গোটা পুলিশ প্রশাসনকে কালিমালিপ্ত করছে৷ আমবাসা থানায় কর্মরত এক মহিলা কনস্টেবলের সরকারী আবাসানে অনধিকার প্রবেশ এবং তাঁকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের সাব ইনস্পেক্টর সুবিমল দেবনাথকে৷ শুধু তাই নাই, ঐ সাব ইনস্পেক্টরকে গনধোলাইও দেওয়া হয়েছে বলে খবর৷
সংবাদে প্রকাশ, আমবাসা থানায় কর্মরত ছিলেন পুলিশের সাব ইনস্পেক্টর সুবিমল দেবনাথ৷ গত প্রায় দেড় বছর ধরে তিনি এই থানায় কর্মরত৷ থানাতেই কর্মরত উপজাতি সম্প্রদায়ের এক মহিলা কনস্টেবলের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠে৷ তাদের মধ্যে অবাধ মেলামেশাও হয়৷ ঐ মহিলা কনস্টেবল থানার কোয়ার্টারে থাকেন৷ সুবিমলের সাথে ঐ মহিলা পুলিশ কনস্টেবলের প্রণয়ের সম্পর্কের বিষয়ে থানার সবাই অবগত আছেন৷ তাদের মধ্যে শারীরিক সম্পর্কও বহুবার হয়েছে৷ ঐ মহিলা পুলিশ কনস্টেবলের কোয়ার্টারে সুবিমলের যাতায়াতও ছিল নিয়মিত৷ সুবিমল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঐ যুবতী পুলিশ কনস্টেবলের সাথে প্রণয়ের সম্পর্ক চালিয়ে যাচ্ছিল৷ কিছুদিন পূর্বে সুবিমল তার প্রেমিকাকে জানিয়ে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে না৷ পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নেবেন না৷ তার অন্যদিকে বিয়ে পাকাপাকি হয়ে যায়৷ তারপরই ঐ মহিলা পুলিশ কনস্টেবল তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে৷ কোনভাবেই সে বিয়েতে রাজি নয়৷ এদিকে, শুক্রবার রাত আনুমানিক দেড়টা নাগাদ সুবিমল ঐ মহিলা পুলিশ কনস্টেবলের সরকারী কোয়ার্টারে যায়৷ কনস্টেবলকে নানা কথা বলে ফঁুসলিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন বলে অভিযোগ৷ এদিকে, সুবিমল যখন ঐ মহিলা কনস্টেবলের ঘরে শারীরিক সম্পর্কে লিপ্ত তখন থানার অন্যান্য পুলিশ কর্মীরা বিষয়টি আঁচ করতে পেরে কোয়ার্টারের সামেন গিয়ে হৈ চৈ শুরু করে দেন৷ ভেতর থেকে সুবিমল ও ঐ মহিলা কনস্টেবলকে আপত্তিজনক অবস্থায় আটক করা হয়৷
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই থানা চত্বরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এদিকে, ঘটনার সময় থানায় উপস্থিত ছিলেন না ওসি৷ পরে বিষয়টি জানানো হয় অতিরিক্ত পুলিশ সুপার কিশোর দেববর্মাকে৷ তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিটমাট করার জন্য উদ্যোগ নেন৷ প্রাথমিক ভাবে পুলিশ সাব ইনস্পেক্টর সুবিমল দেবনাথকে ছৈলেংটা থানায় বদলী করে দেওয়া হয়৷ কিন্তু ঘটনা ধামাচাপা পড়েনি৷ এদিকে, মহিলা কনস্টেবল ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানান৷ তাদের পরামর্শক্রমে আমবাসা থানায় তিনি একটি মামলা দায়ের করেন রবিবার৷ মামলার নম্বর ২৪/১৬৷ মামলাটি হয়েছে আইপিসি’র ৩৭৬(বি)/৪৫৭ ধারায়৷ প্রথম ধারাটি অনুযায়ী যে ব্যাখ্যা আসছে তাতে দেখা যায় সুবিমল দেবনাথ তার অধস্তন কর্মীকে ধর্ষণ করেছেন৷ অন্যদিকে দ্বিতীয় ধারা মোতাবেক দেখা যায় রাতে কারো আবাসে অনধিকার কিংবা বলপূর্বক প্রবেশ করা৷ পুলিশ মামলা নিলেও সুবিমলকে গ্রেপ্তার করছিল না৷ যদিও সুবিমল থানাতেই ছিল রবিবার বিকাল পর্যন্ত৷
এদিকে, আমবাসা থানায় কর্মরত দুই পুলিশকর্মী দিলীপ দাস এবং বিশ্বজিৎ দাসকে থানার ওসি নির্দেশ দিয়েছেন সুবিমল দেবনাথকে থানা থেকে বের করে পালিয়ে যেতে সহায়তা করার জন্য৷ সেই মোতাবেক রবিবার বিকালে সুবিমলকে থানা থেকে গোপনে বের করে নিয়ে যাওয়া হয়৷ সুবিমল পালিয়ে যেতে চেষ্টা করেছিল৷ কিন্তু, ঐ মহিলা কনস্টেবলের আত্মীয় পরিজন এবং আমবাসার কিছু লোক বিভিন্ন এলাকায় ঘাঁটি গেড়ে বসেছিল সুবিমলকে পালানোর সময় আটক করতে৷ সেই মোতাবেক সুবিমল পালিয়ে যাওয়ার সময় আমবাসার শান্তিনগর এলাকা থেকে স্থানীয় জনগণ আটক করে৷ তাকে বেধরক মারধর করা হয়৷ পুলিশ খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে আমবাসা থানায় নিয়ে আসে৷ এদিকে, শতাধিক লোক আমবাসা থানা ঘেরাও করেন৷ তাদের দাবী সুবিমল দেবনাথকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য৷ রবিবার সন্ধ্যা থেকে থানা চত্বরে বিক্ষোভ চলে মধ্যরাত পর্যন্ত৷ তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ সুপার জলসিং মিনা, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর দেববর্মা, কমলপুরের মহকুমা পুলিশ আধিকারীক চন্দন সাহা৷ পুলিশ আশ্বাস দিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এই আশ্বাসের ভিত্তিতে উত্তেজিত জনতা থানা থেকে চলে যান৷ জানা গিয়েছে, আগামীকাল সুবিমল দেবনাথকে আদালতে সোপর্দ করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *