সাগর (মধ্যপ্রদেশ), ২০ আগস্ট (হি.স.): মধ্যপ্রদেশের সাগর জেলায় বাড়ি ভেঙে মৃতু্য হল এক মহিলা সহ মোট ৭ জনের| আহত
হয়েছেন আরও ৩ জন| গুরুতর আহত অবস্থায় তাঁদের নিকটবর্তী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| শনিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সাগর জেলার রাহাতগড় এলাকায় ৭ নম্বর ওয়ার্ডে| অবিরাম বৃষ্টির কারণে বাড়িটি ভেঙে পড়েছে বলে মনে করা হচ্ছে|
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিবেক আগরওয়াল জানিয়েছেন, শনিবার সকালে বাড়িটি যখন ভেঙে পড়ে তখন সবাই ঘুমিয়েছিলেন| ঘুমের মধ্যেই বাড়ি চাপা পড়ে প্রাণ হারান গৃহকর্তী মনোরানি (৫৫), তাঁর দুই পুত্র সন্তান বিকাশ (১৮) ও নীতিন (১৪), এবং কন্যা সঞ্জনা (১১)| বাড়ি ভেঙে মৃতু্য হয়েছে কাল্লু (৩০), তাঁর স্ত্রী মায়া (২৫) এবং তাঁদের ১৮ বছরের মেয়ে তামান্নার| গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে চিকিত্সাধীন গৃহকর্তা মেহতাব শিল্পকার (৫৯), ও তাঁর পুত্র সন্তান লখন (২৬) ও মহেন্দ্র (২০)| মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে|
2016-08-20

