নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.) : এবছরের ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত সন্ত্রাসবাদী উষ্কানীমূলক বার্তা প্রচারের জন্য প্রায় আড়াই লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়া টু্ইটার| জানা গিয়েছে, বন্ধ হওয়া অ্যাকাউন্ট গুলোর বেশির ভাগ উপভোক্তাই আইএস জঙ্গি গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী| এমন ২ লক্ষ ৩৫ হাজার অ্যাকাউন্ট
বন্ধ করার সিদ্ধান্ত নিল তারা| আমেরিকার একটি সংস্থা তাদের সমীক্ষায় জানিয়েছে, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৬ হাজার আইএস অ্যাকাউন্টকে ট্র্যাক করে তারা| এছাড়া সেই বছরেরই মে থেকে জুলাই পর্যন্ত সেই সংখ্যাটা ছিল ৭৫ হাজার| টু্ইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন অ্যাকাউন্ট উষ্কানীমূলক বার্তা ছড়াচ্ছে তা বোঝার জন্য তারা কোনও জাদুমন্ত্র ব্যবহার করে না| বরং অ্যাকাউন্টগুলোর ব্যবহার করা টেকনোলজির প্রতি বেশি নজর দেওয়া হয়| তাই বৃহস্পতিবার টু্ইটারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় ওই অ্যাকাউন্টগুলো|