অসমের হাতীর মৃত্যু বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৬ আগষ্ট৷৷ বহু জল্পনা কল্পনার পর উদ্ধার না হওয়া হাতী অবশেষে মৃতুর কোলে ঢলে পড়লো৷ elephantবিগত কিছুদিন পূর্বে উজান অসমে বর্ষার কবলে পড়ে নদীর প্রবল স্ত্রোতে ভেসে বাংলাদেশে চলে যায় অসমের একটি বন্যহাতী৷ টানা বেশ কিছুদিন জলে থাকার ফলে হাতীটি অসুস্থ হয়ে পড়ে৷ হাতীটিকে রাখা হয় বাংলাদেশের বঙ্গবন্ধু রাষ্ট্রীয় উদ্যানে৷ অসমের একটি দল বাংলাদেশে গিয়েছিল হাতীটিকে আনার জন্য৷ কিন্তু হাতীটিকে অসমে ফিরিয়ে আনতে সম্পূর্ণ ব্যার্থ হয় ঐ দলটি৷ অবশেষে আজ সকাল ৬টা নাগাদ বঙ্গবন্ধু রাষ্ট্রীয় উদ্যানে মৃত্যুর কোলে ঢলে পড়ে অসমের এই হাতীটি৷ মৃত্যুর সঙ্গে অনেক যুদ্ধ চালিয়ে অবশেষে হার মানলো হাতীটি৷ বাংলাদেশের মাটি চাপা দিয়ে রাখা হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *