BRAKING NEWS

স্বাধীনতা দিবসে জঙ্গী নাশকতা রুখতে জোরদার নিরাপত্তা ব্যাবস্থা

DOG SQUADনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগষ্ট৷৷ স্বাধীনতা দিবসকে সামনে রেখে রাজধানী আগরতলা শহর সহ গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে৷ পাহাড় ও সমতলে নিরাপত্তা বাহিনীর কঠোর নজরদারী চালানো হচ্ছে৷ শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাসী অভিযান চালিয়েছে৷ প্রত্যন্ত পাহাড়ী এলাকায় টিএসআর জওয়ানরা টহলদারী শুরু করেছে৷ রেল লাইনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে৷
প্রতিবছর স্বাধীনতা দিবস বয়কটের ডাক দেয় উত্তর পূর্বাঞ্চলের জঙ্গী সংগঠনগুলি৷ এই দিবসটিকে কালো দিবস হিসেবে পালন করার ডাক দেওয়ার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়৷ শুক্রবার আগরতলা শহরের বিভিন্ন বাস স্টেন্ড, মোটর স্ট্যান্ড, বাজার এলাকায় পুলিশের বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড তল্লাসী অভিযান চলায়৷ বিভিন্ন মোটর স্ট্যান্ডে যাত্রীদের বেগ সহ অন্যান্য সামগ্রী পরীক্ষা করে দেখা হয়৷ খবর লেখা পর্যন্ত কোথাও থেকে কোন আপত্তিকর সামগ্রী কিংবা সন্দেহভাজনকে পুলিশ সনাক্ত করতে পারেনি৷
[vsw id=”o9biCgYShg0″ source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]এদিকে, পাহাড়ী এলাকায় রেল লাইনে নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে টিএসআর বাহিনী৷ বিভিন্ন এলাকায় টিএসআর জওয়ানরা তল্লাসী অভিযান শুরু করেছে৷ এবারের স্বাধীনতা দিবসকে ঘিরে বাড়তি নিরাপত্তার কথা ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ সাম্প্রতিক কালে বাংলাদেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার প্রেক্ষিতে নিরাপত্তা কঠোরা করা হচ্ছে৷ পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত রাজ্য ত্রিপুরাকে করিডোর করার যে পরিকল্পনা জঙ্গীদের রয়েছে তাই, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে৷ অন্যদিকে, আগরতলা শহরের আসাম রাইফেলস মাঠে হবে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি৷ তাই শহরের বিভিন্ন স্থানে ড্রপগেইট গুলিতে পুলিশের নাকা কঠোর করা হয়েছে৷ যানবাহন থামিয়ে চেকিংয়ের ব্যবস্থা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *