নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ দাবি অনুযায়ী টাকার যোগা না দেওয়ায় শ্বশুর বাড়িতে এসে হট্টগোল ও শ্বশুর বাড়ির লোকজনদের মারধর করার ঘটনায় জামাইবাবাজিকে পাকড়াও করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনগণ৷ ঘটনা ইন্দ্রনগর কবরখলা সংলগ্ণ এলাকায়৷
রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উপর্যুপরি বৃদ্ধি পেয়ে চলেছে৷ খোয়াইয়ের রামচন্দ্রঘাট এলাকার এক গৃহবধূকে তার স্বামী পণের জন্য দীর্ঘদিন ধরেই নির্যাতন চালিয়ে যাচ্ছে৷ গত প্রায় এক মাস আগে স্ত্রী সুচিত্রা বসাককে তার স্বামী ভানু দাস মারধর করে শ্বশুর বাড়িতে পাঠায় টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য৷ টাকা পয়সা নিয়ে না যাওয়ায় গতকাল রাতে জামাতা ভানু দাস ইন্দ্রননগর কবরখলা সংলগ্ণ শ্বশুর বাড়িতে আসে৷ শ্বশুর বাড়িতে এসে উশৃঙ্খল আচরণ শুরু করে৷ এমনকি শ্বশুর বাড়ির হই-হট্টগোলে স্থানীয় লোকজনরা ছুটে আসেন৷ জামাইবাবাজিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে জিবি আউট পোস্টের পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷
জানা যায়, দু’বছর আগে খোয়াইয়ের রামচন্দ্রঘাটের ভানু দাসের সঙ্গে সামাজিক প্রথায় বিয়ে হয়েছিল ইন্দ্রনগর কবরখলা এলাকার সুচিত্রা বসাকের৷ তাদের ১১ মাসের একটি কন্যা সন্তানও রয়েছে৷ স্বামী ভানু দাস শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা এনে দেবার জন্য স্ত্রীর উপর নির্যাতন চালাচ্ছিল৷ প্রায় ১ মাস আগে টাকা নিয়ে যাবার জন্য স্ত্রীকে পিটিয়ে বাপের বাড়িতে পাঠায়৷ টাকা নিয়ে না যাওয়ায় গতকাল রাতে শ্বশুরবাড়িতে এসে লঙ্কাকান্ড সংগঠিত করে জামাই ভানু দাস৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷
2016-08-11