পাটনা, ১০ আগস্ট (হি.স.): মদে নিষেধাজ্ঞার পর এবার পেট্রোল এবং ডিজেলে ভ্যাট বাড়াচ্ছে বিহার সরকার| বিহারে পেট্রোল এবং ডিজেলে যথাক্রমে ১.৫ এবং ১ শতাংশ ভ্যাট বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে নীতীশ কুমারের মন্ত্রীসভা| ৱুধবার কমার্সিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টের এই প্রস্তাবে ‘সৱুজ সংকেত’ দিয়েছে মন্ত্রীসভা|
প্রস্তাব অনুযায়ী, ডিজেলের ভ্যাট ১৮ শতাংশ থেকে বেড়ে হবে ১৯ শতাংশ এবং পেট্রোলের ভ্যাট ২৪.৫ শতাংশ থেকে বেড়ে ২৬ শতাংশ| এই প্রস্তাবটি সহ বিভিন্ন দফতরের মোট ১৬ টি প্রস্তাব এদিন অনুমোদন করেছে নীতীশ কুমারের মন্ত্রীসভা|