নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৬ আগষ্ট৷৷ প্রায় নয় মাস পর কৈলাসহর থেকে অপহৃত যুবতীকে উদ্ধার করল পুলিশ৷ সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারী যুবককে৷ যদিও উদ্ধার করার পর ঐ যুবতী জানিয়েছে তাকে অপহরণ করা হয়নি৷ প্রণয়ের সূত্র ধরেই সে ঐ যুবকের সাথে পালিয়ে গিয়েছিল৷
সংবাদে প্রকাশ, কৈলাসহরের পাইতুরবাজারের জনৈকা যুবতী ২০১৫ সালের ১৫ নভেম্বর অপহৃত হয়৷ ঐদিনই অপহৃতার বাবা কৈলাসহর থানায় একটি মামলা করেন৷ মামলার নম্বর ৩১/১৫৷ মামলা নিয়ে কৈলাসহর থানার পুলিশ বিভিন্ন স্থানে তল্লাসী চালাতে থাকে৷ শেষ পর্যন্ত পুলিশের কাছে খবর আসে যে অপহৃতা পিংকি এবং অপহরণকারী বিক্রম মালাকার মণিপুরের সেনাপতি জেলার মারাংকোলা গ্রামে অবস্থান করছে৷ কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তী মণিপুর পুলিশের সাথে যোগাযোগ করে৷ সেখানের স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে কৈলাসহর থানার পুলিশ মারাংকোলা গ্রামে হানা দেয় কয়েকদিন পূর্বে৷ এদিকে, বিক্রম মালাকার পুলিশের অভিযানের আঁচ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়৷ এদিকে, শনিবার দুপুরে কৈলাসহর থানার পুলিশের কাছে ফের গোপন সূত্রে খবর আসে বিক্রম ও ঐ যুবতী ধর্মনগর রেল স্টেশনে অবস্থান করছে৷ এই খবর পেয়ে কৈলাসহর থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ স্টেশনে পৌঁছে৷ সেখান থেকে ঐ যুবতীকে এবং বিক্রম মালাকারকে আটক করে৷ পুলিশ যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যায়৷ ডাক্তারী পরীক্ষার পর তাকে অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়৷ অন্যদিকে অপহরণের মামলায় অভিযুক্ত বিক্রম মালাকারকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করা হবে বলে জানা গিয়েছে৷ এদিকে, পিংকি জানিয়াছে সে নাবালিকা নয়, সাবালিকা৷ সে তার নিজের ইচ্ছায় বিক্রমের সাথে পালিয়ে গিয়েছিল বাড়ির লোকজনকে না জানিয়ে৷ বিক্রমের সাথে তার ভালবাসার সম্পর্ক রয়েছে৷ পরিবারের লোকজন তাদের এই সম্পর্ক মেনে নেবেনা বলেই সে ও বিক্রম পালিয়ে যায় মণিপুরে৷
2016-08-07

