BRAKING NEWS

কমলপুরে মিড-ডে-মিল খেয়ে গুরুতর অসুস্থ পাঁচজন পড়ুয়া

mid day mealনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগষ্ট৷৷ মিড-ডে- মিল খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে পাঁচজন সুকল পড়ুয়া৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ধলাই জেলার কমলপুর মহকুমার মেন্দি সুকলে৷ অসুস্থদের সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকদের তত্ত্ববধানে রয়েছে তারা৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে সুকলের পঠন পাঠনের পর পড়ুয়াদের খাওয়ানো হয় মিড- ডে-মিল৷ খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ হয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গেই তাদের অভিভাবকদের খবর দেওয়া হয় এবং সুকল কর্তৃপক্ষ তাদের নিয়ে যায় সালেমা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখানে তাদের চিকিৎসা চলছে৷ ঘটনার খবর পেয়ে সুকলে যায় প্রশাসনের পদস্থ অফিসাররা৷ হাসপাতালেও গিয়ে খোঁজ খবর নিয়েছেন অসুস্থ পড়ুয়াদের৷
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন খাদ্যে বিষক্রিয়ার ফলেই তারা অসুস্থ হয়ে পড়েছে৷ তবে কি ধরণের বিষক্রিয়া হয়েছে এনিয়ে চলছে জল্পনা৷ অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ তবে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই৷ বর্তমানে পাঁচজন শিশুই সুস্থ্য রয়েছে৷ এদিকে, প্রশাসনের আধিকারীকরা সুকলে গিয়ে খোঁজ খবর নিয়েছেন কী ধরণের খাবার শিশুদের মধ্যে সরবরাহ করা হয়েছিল৷ খাদ্যের গুনগত মানও পরীক্ষা করে দেখা হচ্ছে৷ অভিভাবকদের একাংশ অভিযোগ করেছেন সুকলে অত্যন্ত নিম্নমানের মিড-ডে-মিল করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *