নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই৷৷ পেট্রোলের কালোবাজারী প্রশ্ণে খাদ্যমন্ত্রীর উত্তর রীতিমতো অবাক করার মতো৷ খাদ্যমন্ত্রী ভানুলাল সাহা স্পষ্ট জানালেন, পেট্রোল খোলাবাজারে বিক্রি হলে আমরা কী করব৷ এবিষয়ে তিনি যুক্তি দিয়ে বলেন, কালোবাজারী হচ্ছে এমন অভিযোগ না আসলে কোন ব্যবস্থা নেওয়া সম্ভব নয়৷ শুক্রবার মহাকরণে পেট্রোল সংকট নিয়ে জরুরী ভিত্তিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আরও তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী৷ পেট্রোল সংকটের মুহুর্তে যারা অস্থীর পরিস্থিতির সৃষ্টি করছেন তাদের চিহ্ণিত করারও নির্দেশ দেন তিনি৷ পাশাপাশি বলেন, পেট্রোল নিয়ে যে ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটছে তা সভ্য সমাজে কাম্য নয়৷ তবে, কালোবাজারী নিয়ে খাদ্যমন্ত্রীকে অসহায় বলেই মনে হয়েছে৷ এর আগেও সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেছিলেন, পেট্রোলের কালোবাজারী বন্ধ করা হলে একাংশ যান চালকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেবে৷ এই বিষয়ে তিনি যুক্তি দিয়ে বলেন, অনেক যান চালক রয়েছেন যারা লাইনে দাঁড়িয়ে পেট্রোল নিতে চান না৷ তার বদলে বেশী টাকায় তারা খোলা বাজার থেকে পেট্রোল ক্রয় করছেন৷ এদিন কালোবাজারী বন্ধের প্রশ্ণে খাদ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় রাজ্য সরকারের এই বিষয়ে অবস্থান ঘিরে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷