নিজস্ব প্রতিনিধি, আগরতলা/তেলিয়ামুড়া, ২৯ জুলাই৷৷ সিদ্ধি আশ্রম এলাকায় পথ দুর্ঘটনায় প্যারামেডিক্যালের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম বিশাল রবিদাস৷ তার মৃত্যুর সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
সিদ্ধি আশ্রম এলাকায় বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় প্যারামেডিক্যালের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃতের নাম বিশাল রবি দাস৷ বাবার নাম বাবুল রবিদাস৷ বাড়ি বাধারঘাট শ্রীপল্লী এলাকায়৷ জানা যায়, রাতে বাইক নিয়ে বাড়িতে ফিরছিল বিশাল৷ এদিকে সিদ্ধি আশ্রম এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ চলছিল৷ এখটি বিদ্যুতের খঁুটি নামাচ্ছিল শ্রমিকরা৷ তখনই বাইক নিয়ে বিদ্যুতের খঁুটিতে ধাক্কা খায় বিশাল৷ তাকে আশঙ্কাজনক অবস্তায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
আবারও দ্রুতগতিতে যান চলাচলও চালকের অসাবধানতার জন্য দুর্ঘটনায় পতিত হল একটি যাত্রীবাহী বাস৷ ঘটনা আহত শিশু কন্যা সহ পাঁচজন যাত্রী এর মধ্যে মণিকা পাল নামে এক মহিলা যাত্রীর অবস্থা খারাপ হওয়ায় তেলিয়ামুড়া হাসপাতালের কর্তবর্যত চিকিৎসক তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ঘিলাতলী রোডের রেলব্রিজ সংলগ্ণ এলাকায়৷ শুক্রবার দুপুর একটা নাগাদ৷ ঘটনায় জানা যায়, আগরতলা থেকে যাত্রী নিয়ে টিআর০১-বি-১২০৮ নম্বরের একটি যাত্রীবাহী বাস তেলিয়ামুড়া হয়ে ঘিলাতলী যাওয়ার সময় দ্রুতগতিতে চলাবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধান ক্ষেতে উল্টে যায়৷ তখন ঐ রাস্তায় যাওয়া গাড়িতে ১৫ জনের মত যাত্রী ছিল৷ গাড়িটি দুর্ঘটনার কবলেপড়লে এর মধ্যে পাঁচজন যাত্রী গুরুতর ভাবে আহত হয়৷ বাকিরা অল্পবিস্তর আহত হয়৷ খবর দেওয়া অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল বাহিনীর গাড়ি গিয়ে তাদের ওই এলাকা থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে চলছে চারজনের চিকিৎসা আর এক জনের অবস্থা খারাপ হওয়ায় তাকে জিবিতে রেফার করা হয়৷ আহতরা হলেন সাথী দেবনাথ, মায়ারাণী মজুমদার, শর্মিলা দেববর্মা, মণিকা পাল, জয়মোহন দাস৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার ওসি সিদ্ধার্থ শঙ্কর কর সহ বিশাল পুলিশ বাহিনী৷ চালক পলাতক৷ পুলিশ একটি দুর্ঘটনা জনিত মামলা নিয়ে তদন্ত চালাচ্ছে৷
তবে ঘিলাতলী রাস্তাটি বহু দিনের পুরাতন এবং সিঙ্গেল রোড৷ একটি গাড়ি যাওয়ার সময় অন্য গাড়িকে পাস দেওয়া সম্ভব হয় না তথাপি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চালকরা দ্রুতবেগে যানবাহন চালায় বলে অভিযোগ করে এলাকাবাসী এর আগেও ঠিক একই কারণে অনেক ঘটনা ঘটে৷ যার খেসারত দিতে হয় জোড়া গবাদি পশুর হয়েছিল রাস্তা অবরোধ এরপরও চালকদের নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে উঠছে না৷