নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ এডিসি উপনির্বাচনে আইপিএফটিকে সমর্থনে আপত্তি নেই তৃণমূল কংগ্রেসের৷ সিমনা তমাকারী কেন্দ্রে উপনির্বাচনে সাংগঠনিক দিক দিয়ে দূর্বল হওয়ায় প্রার্থী দিচেছ না তৃণমূল৷ ফলে, ঐ অঞ্চলে অবাম যে রাজনৈতিক দল শক্তিশালী তাদের সমর্থন জানাবে দল৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী একথা জানিয়েছেন৷
এদিন তিনি বলেন, পাহাড়ে এখনো তৃণমূলের সংগঠন শক্তিশালী হয়ে ওঠেনি৷ স্বাভাবিকভাবেই সিমনা তমাকারী কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে ভাবছে না দল৷ পর্যালোচনা করে দেখা গেছে সাংগঠনিক দূর্বলতার কারণে ঐ কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী দিয়ে লাভ হবে না৷ বরং অবাম দলকে সমর্থন করবে তৃণমূল৷ প্রদেশ তৃণমূলের চেয়ারম্যান বলেন, ঐ কেন্দ্রে যে অবাম রাজনৈতিক দল শক্তিশালী থাকবে তাদেরকেই তৃণমূল কংগ্রেস সমর্থন দেবে৷ স্থানীয় তৃণমূল নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেক্ষেত্রে আইপিএফটিকেও সমর্থন দিতে দলের কোন আপত্তি নেই বলে রতনবাবু স্পষ্ট জানিয়ে দেন৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, রাজ্যে পাহাড় দখলে সিমনা তমাকারী কেন্দ্রে উপনির্বাচন দিয়ে আগামী বিধানসভা নির্বাচনেও আইপিএফটির সাথে জোটের পথেই এগিয়ে চলেছে প্রদেশ তৃণমূল কংগ্রেস৷