নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ রাজ্যে পেট্রোলের সংকট অব্যাহত রয়েছে৷ এই সংকট নিরসনের জন্য রাজ্য প্রশাসন শেষ পর্যন্ত জোড় বিজোড় নম্বরের পন্থা অবলম্বন করল৷ আগামীকাল থেকে তা কার্যকর হচ্ছে৷ খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর থেকে এস প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গত মে, ২০১৬ থেকে বহিঃরাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার কারণে রাজ্যে পেট্রোজাত পণ্যের আমদানি এবং যোগান প্রক্রিয়া সাময়িকভাবে ব্যাহত হয়েছে৷ ৪৪ নং জাতীয় সড়ক এবং বিকল্প এন ই সি সড়কের প্রয়োজনীয় সংস্কার শেষ না হওয়া পর্যন্ত পেট্রোজাত পণ্যের যোগান সম্পূর্ণ স্বাভাবিক হওয়া কিছুটা সময় সাপেক্ষ৷ উপরোক্ত পরিস্থিতিতে রাজ্য সরকার এই সংকট সুষ্ঠুভাবে মোকাবেলার জন্য আপামর জনসাধারণের ঐকান্তির সহযোগিতা কামনা করছে৷ পাশাপাশি, বর্তমানে চালু বিধিনিষেধের কিছু পরিমার্জন করে পেট্রোল সংগ্রহের উপর নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ ১) পেট্রোল চালিত দ্বি- চক্রযান/অটো এবং গাড়ী পূর্ব নির্দিষ্ট হারে জোড়-বিজোড় (অড-ইভেন) রেজিস্ট্রেশান নাম্বার অনুসারে একদিন অন্তর-অন্তর শুধুমাত্র একটি এজেন্সি থেকেই পেট্রোল সংগ্রহ করতে পারবে৷ এই ক্ষেত্রে সপ্তাহের সোমবার/বুধবার/শুক্রবার বিজোড় দিন হিসাবে গণ্য হবে এবং এই দিনে শুধুমাত্র বিজোড় রেজিস্ট্রেশনের গাড়ীগুলি পেট্রোল সংগ্রহ করতে পারবে৷ সপ্তাহের বাকী দিনগুলি জোড় দিন হিসাবে গণ্য হবে এবং ঐদিন শুধুমাত্র জোড় রেজিস্ট্রেশন নাম্বারের গাড়ীগুলি তেল সংগ্রহ করতে পারবে৷ ২) বর্থমানে পূর্ব নির্ধারিত যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা বলবৎ থাকবে৷ ৩) জোড়-বিজোড় পদ্ধতি আগামী ২৮-০৭-২০১৬ (বৃহস্পতিবার) থেকে প্রযোজ্য হবে৷