নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ ধলাই জেলার জেলা শাসকের অফিসের কাছে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ বুধবার সকালে ঐ মৃতদেহটি দেখতে পান স্থানীয় জনগণ৷ মৃত ব্যক্তির নাম মনারাম রিয়াং৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ কিভাবে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়না তদন্তের রিপোর্ট আসার পরই পরিস্কার হয়ে যাবে বলে পুলিশ জানিয়েছে৷ এদিকে, মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷