নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাসে ভারতের রেলমন্ত্রীর পাশাপাশি থাকছেন বাংলাদেশের রেলমন্ত্রী৷ আগামী ৩১ জুলাই সুরেশ প্রভাকর প্রভু এবং মহম্মদ মাজিবুল হক মিলে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস করবেন৷ বুধবার মহাকরণে আগরতলা-দিল্লি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন এবং আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের তালিকা তুলে দেন মুখ্যসচিব যশপাল সিং৷
তালিকা থেকে জানা গেছে, ভারতের রেলমন্ত্রী এবং বাংলাদেশের মন্ত্রী ছাড়াও একাধিক কূটনীতিক, দুই রাষ্ট্রের রেলের পদাধিকারিরা সহ কয়েকজন সচিব এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন৷ কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে রেল রাষ্ট্রমন্ত্রী রাজেন গুহেনও এই অনুষ্ঠানে অংশ নিতে আসছেন৷ ভারতের রেলওয়ে বোর্ডের সদস্যও এই অনুষ্ঠানে অংশ নেবেন৷ রেলের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকেই ত্রিপুরা সরকার রাজ্য অতিথি হিসেবে ঘোষণা দিয়েছেন৷
এদিন, মুখ্যসচিব জানান, ৩১ জুলাই বেলা ১২ টা থেকে অনুষ্ঠান শুরু হবে৷ প্রথমে আগরতলা-দিল্লি এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করবেন রেলমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু৷ এরপর দুই রাষ্ট্রের রেলমন্ত্রী মিলে আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের শিলান্যাস করবেন৷ এরপর বিকেলে আখাউড়া সীমান্ত গিয়ে বিনোদন প্যারেড দেখবেন ভারতের রেলমন্ত্রী৷ সন্ধ্যায় সুকান্ত একাডেমিতে সাংসৃকতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ মুখ্যসচিব জানিয়েছেন, ১ আগস্ট রেলমন্ত্রী রাজ্যত্যাগ করবেন৷ সম্ভবত তিনি ত্রিপুরা সফর শেষে ডিমাপুর যাবেন৷ ত্রিপুরা সফরে আসার আগে ৩০ জুলাই তিনি মণিপুর সফর করবেন৷ ইম্ফল থেকে সরাসরি তিনি আগরতলায় ৩১ জুলাই আসবেন৷
এদিকে, ৩১ জুলাই দিনটিকে ঘিরে ইতিমধ্যে রাজ্য সরকার এবং পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে নানা প্রস্তুতি শুরু করে দিয়েছেন৷ দুই রাষ্ট্রের রেলমন্ত্রী এবং সমস্ত অতিথিদের আপ্যায়নে বিশেষ নজর রাখা হচ্ছে৷ আগরতলা রেল স্টেশনে ৩১ জুলাই যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার পুরো দায়িত্বে রয়েছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ইতিমধ্যে আগরতলা রেলস্টেশনকে আরো রঙিন করে তোলার প্রয়াস শুরু হয়ে গেছে৷ রাজ্য সরকারও এই প্রস্তুতি নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছে৷ প্রশাসনিক আধিকারিকদের এই রেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা সময় থাকতে হাতে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷
এদিকে, রেল সূত্রে খবর ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস দিয়ে রাজ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ব্রডগেজে যাত্রী রেলের৷ সূত্রের দাবি, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন চলবে দূরপাল্লার যাত্রী রেলটি৷ সম্ভবত বৃহস্পতিবার আগরতলা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ত্রিপুরেশ্বরী এক্সপ্রেস৷ আবার সোমবার দিল্লি থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়বে রেলটি৷