ঢাকা, ২৬ জুলাই (হি.স.): জঙ্গি ডেরায় অভিযান চালিয়ে বাংলাদেশের কল্যানপুরে খতম করা হল ৯ জঙ্গিকে| সোমবার গভীর রাতের ঘটনা| মঙ্গলবার সকালে ৯ জঙ্গিকে মারতে সক্ষম হয় পুলিশ| গুলশনের হোলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালানোর সঙ্গে এঁদের যোগসাজশ রয়েছে বলেই মনে করা হচ্ছে|
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান জানিয়েছেন, ‘মধ্যরাতে নিয়মমাফিক টহল দিতে বেড়িয়েছিল পুলিশ| হঠাত্ই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের গার্লস হাই স্কুলের পাশের জাহাজ বিল্ডিং নামে পরিচিত ভবন থেকে আক্রমণ করা হয় পুলিশের ওপর| পুলিশের ওপর হাতবোমা এবং গ্রেনেড ছোঁড়া হয়| পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে| রাতেই পুলিশের বিশেষ সোয়াট বাহিনী ও আশেপাশের সবগুলি থানা থেকে পুলিশ বাহিনী চলে আসে ঘটনাস্থলে| মঙ্গলবার ভোর ৫টার কিছু পর থেকে হামলাকারীদের নিকেশ করতে অপারেশন স্ট্রম ২৬ শুরু করা হয়| আর তাতেই সফলতা মেলে| মঙ্গলবার সকালে ৯ জঙ্গিকে মারতে সক্ষম হয় পুলিশ|’
পুলিশ জানিয়েছে, এই অভিযানে ৯ জঙ্গি খতম হয়েছে| একজন জঙ্গিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে| ঢাকা মেডিক্যাল কলেজে তার চিকিত্সা চলছে| নিহতদের পরিচয় এখনও জানা না গেলেও, ওই ভবন থেকেই জিহাদি বই, বোমা ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ| উদ্ধার হয়েছে আইএস-এর কালো পতাকাও|