BRAKING NEWS

নিয়ন্ত্রণ হারিয়েজীপ খাদে , নিহত এক, গুরুতর জখম ১৮ জন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ অমরপুর মন্দিরঘাট সড়কের রামভদ্র এলাকায় রবিবার একটি যাত্রীবাহী কমান্ডার জীপ বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে চালক সহ ১৮ জন আহত হয়েছে৷ ১ জনের মৃত্যু হয়েছে৷
গোমতী জেলার অমরপুর মন্দিরঘাট সড়কের রামভদ্র এলাকায় রবিবার একটি যাত্রীবাহী কমান্ডার জীপ বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ তাতে ঘটনাস্থলেই একজনের মর্মান্তিক মৃত্য হয়েছে৷ অপর ১৮ জন আহত হয়েছেন৷ রবিবার ছিল নতুন বাজারের সাপ্তাহিক হাট৷ কমান্ডার জীপটি প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে রওয়ানা হয়৷ গাড়িতে বাঁদুর ঝোলা অবস্থায় যাত্রীরা যাচ্ছিল৷ কমান্ডার জীপটি রামভদ্র এলাকায় বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেননি৷ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কমান্ডার জীপটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনার খবর পেয়ে যতনবাড়ি থেকে দমকল বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়৷ আহতদের উদ্ধার করে প্রথমে নতুন বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যরত চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত শিশু কন্যাটির নাম রোমা চাকমা৷ অপর ১৮ জনের মধ্যে ১১ জনকে নতুনবাজার থেকে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ গাড়ির চালক রাজু দাসের অবস্থা খুবই সংকটজনক হওয়ায় গোমতী জেলা হাসপাতাল থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ তাদের প্রত্যেকের বাড়ি মুখছড়ি গাঁওসভার কর্মধর পাড়ায়৷ অতিরিক্ত যাত্রী বহনের ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ কমান্ডার জীপে পরিবহন ক্ষমতার তিনগুণ যাত্রী বহন করার ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ নতুন বাজার থানার পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়৷ অমরপুর মন্দিরঘাট সড়কে প্রতিনিয়তই অতিরিক্ত যাত্রী নিয়ে যানবাহন চলাচল করে৷ পুলিশ সবকিছু দেখেও কোনো ব্যবস্থা নিচ্ছে না৷ সে কারণেই এধরনের দুর্ঘটনা ঘটে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *