নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই৷৷ নিজ ঘরেই আত্মঘাতী বছর তিরিশের এক বিবাহিত যুবক৷ ঘটনা খোয়াই থানাধীন তবলাবাড়ি গ্রামের সুকান্ত পল্লী এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল নয়টা নাগাদ স্থানীয় প্রণয় তাঁতি নামে ঐ যুবক কাজকর্ম সেরে বাড়িতে আসে৷ প্রণয় বাড়িতে আসার পর তার স্ত্রী কাজে চলে যায়৷ কিছুক্ষণ পর প্রণয় তাঁতি তার ভাগ্ণে থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় এবং ভাগ্ণেকে বিকেল নাগাদ সাইকেলটি নিয়ে যাবার জন্য বলে৷ কিন্তু বিকেলে যখন ভাগ্ণে তার মামা প্রণয় তাঁতির বাড়িতে আসে সাইকেল নেওয়ার জন্য, তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয়৷ অনেক ডাকাডাকির পরও যখন দরজা খুলেনি বলে জানালা দিয়ে উঁুকি দিতেই হতচকিত হয়ে পড়ে ভাগ্ণে৷ দেখা যায় প্রণয় তাঁতি নামে ঐ যুবক ঘরের ভেতরই ঝুলন্ত অবস্থায় রয়েছে৷ ভাগ্ণের চিৎকার চেঁচামেচিতে জড়ো হয় এলাকাবাসী৷ খবর পৌঁছে খোয়াই থানায়৷ রবিবার রাত দশটা নাগাদ খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়৷ জানা যায় এর আগেও প্রণয় তাঁতি আত্মহতার চেষ্টা করেছে৷ উল্লেখ্য তবলাবাড়ি গ্রামের সুকান্ত পল্লী এলাকায় বিশেষ করে তাঁতি সম্প্রদায়ের বাস৷ এর মধ্যে অধিকাংশ পরিবারই দরিদ্র অংশের৷ আর এই সুযোগেই এলাকায় বিভিন্ন রকমের অসামাজিক কাজ হয়৷ একের পর এক ঘটনা লেগেই আছে এলাকায়৷ এসমস্ত ঘটনাকে কেন্দ্র করে জনমনে ক্ষোভ বিরাজ করছে৷