নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ অমরপুর আরডি ব্লকের অধীনে লালগিরি পঞ্চায়েতে বাস গড়িয়া মিশনও গড়িয়া একাডেমি মডেল মিশন যৌথ উদ্যোগে কাফরু বাড়ি এলাকায় বনমহোৎসব পালন করা হয়৷ বনমহোৎসবের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া৷ এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি কার্যনির্বাহী সদস্য জয় বাহাদুর জমাতিয়া, বিধানসভার সদস্য পরিমল দেবনাথ ও অম্পি কেন্দ্রের বিধায়ক ড্যানিয়েল জমাতিয়া৷ চেয়ারম্যান স্বরব কিশোর জমাতিয়া প্রমুখরা৷ মন্ত্রী নরেশ জমাতিয়ার হাতেপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় বক্তাদের বক্তব্য৷ অনুষ্ঠানে পরিবেশের উপর সকল বক্তারাই বক্তব্য রাখেন৷ সকলের একটাই বক্তব্য ছিল গাছ লাগাতে হবে, অনুষ্ঠানে সব দর্শকদের প্রতিক্ষা ছিল মন্ত্রী নরেশ জমাতিয়া কি বলবে অথবা মন্ত্রীর ভাষণে পরিবেশ সম্পর্কে কি শোনা যায় তার অপেক্ষা ছিল৷ কিন্তু মন্ত্রী নরেশ জমাতিয়ার ভাষণ শুরুতেই শোনা গেল অমরপুর বন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সিদ্ধার্থ দেববর্মাকে তীব্র ভাষায় আক্রমণ৷ মন্ত্রীর বক্তব্যে অমরপুর বন দপ্তরের কাজের গাফিলতির কথা৷ মন্ত্রী আরো বলেন, রাজ্য সরকার কোটি কোটি টাকা দিচ্ছে উন্নয়নের জন্য৷ অনুষ্ঠান সকাল এগারটায় শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠানটি শুরু হয় দুপুর এক ঘটিকায়৷ তারপরও দর্শকদের খামতি ছিল না৷