গুয়াহাটি, ২৪ জুলাই, (হি.স.) : গুয়াহাটির গরচুকে তালাশির সময় ৩৭ কিলোগ্রাম আফিং উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করেচে পুলিশ। জানা গেছে, আজ সকালে গরচুক এলাকায় রুটিন তালাশির সময় একটি ট্রাক থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩৭ কেজি আফিং। এগুলি ইমফল থেকে উত্তরপ্রদেশের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল। নিষিদ্ধ এই আফিংগুলি বহনের সঙ্গে জড়িত সন্দেহে লাকা সিং ও গুরিন্দর সিংকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত আফিঙের বাজারমূল্য প্রায় ৫৫ লক্ষ টাকার বেশি হবে বলে মনে করছে পুলিশ।