BRAKING NEWS

এখনও কোনও নিখোঁজ ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান, বাড়ছে উদ্বেগ

চেন্নাই ও বিশাখাপত্তনম, ২৪ জুলাই (হি.স.) : তিনদিন পার হয়ে গেলেও এখনও কোনও নিখোঁজ ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান। শুক্রবার ২৯ জন যাত্রীকে নিয়ে চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরের ওপর আচমকা নিখোঁজ হয়ে পড়ে বিমানটি।বিমানের খোঁজে মোতায়েন করা হয়েছে নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনীর ১৮টি জাহাজ। নিখোঁজ বিমানের তল্লাশিতে নেমেছে সাবমেরিনও। পাশাপাশি পি-৮১, সি-১৩০ এবং ডর্নিয়ার সমেত আটটি বিমান বঙ্গোপসাগর জুড়ে নিরন্তর তল্লাশি চালাচ্ছে।তবে রবিবার এখনও নিখোঁজ বায়ুসেনার বিমান এএন-৩২ । একথা জানান প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক । বিমানের উদ্ধারে যত সময় গড়াচ্ছে, ততই বাড়ছে উদ্বেগ।
শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ চেন্নাইয়ের তাম্বারাম বিমানঘাঁটি থেকে ওড়ে এএন-৩২ বিমানটি। পোর্ট ব্লেয়ার পৌঁছনোর কথা ছিল সাড়ে ১১টা নাগাদ। কিন্তু, আকাশে ওড়ার ১৬ মিনিটের মাথায় রেডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। ইস্টার্ন নেভাল কম্যান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল এইচসিএস বিশ্ট জানান, নিখোঁজ বিমানটিকে চিহ্নিত করার জন্য উপগ্রহ-চিত্রেরও সাহায্য নেওয়া হচ্ছে। এদিকে, শনিবার রাতে তামিলনাড়ুর একটি পুলিশ স্টেশনে বিমান নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছে বায়ুসেনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *